বেজিং: করোনাভাইরাস মহামারীর কারণে গত কয়েক মাস চিনে বন্ধ ছিল সিনেমা হল। আগামী সপ্তাহ থেকেই দেশের বেশ কিছু অঞ্চলে প্রেক্ষাগৃহ খুলে যাবে। তবে নিরাপদ দূরত্ববিধি এবং স্যানিটাইজেশনের বিষয়টি অবশ্যই কড়া হাতে কার্যকর করা হবে। গত দশ দিন ধরে নতুন কোনও কোভিড পজিটিভ কেস ধরা না পড়াতেই হল খোলার সিদ্ধান্তটি নিতে চলেছে চিন প্রশাসন। চিনা ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে দেশের ‘লো-রিস্ক’ এলাকাগুলিতে আগামী ২০ জুলাই থেকে সিনেমা হলগুলি খুলে যাবে। তবে ব্যবসার ক্ষতি না করে সিনেমা হল চালাতে হলে কম করে ৩০ শতাংশ আসনের টিকিট বিক্রি হওয়া একান্ত জরুরি। সেটা হলেই হল খোলা রাখা যাবে। ভয়, আশঙ্কায় কম লোক এলে হল চালানো মুশকিল। তবে দর্শকদের পরস্পরের মধ্য কমপক্ষে তিন ফুট দূরত্ব তো রাখতেই হবে।
মনে রাখা দরকার গত মার্চেই সিনেমা হল খুলে দেওয়া হবে বলে জানিয়েছিল চিন। সে দেশে হল বন্ধ ছিল জানুয়ারি থেকেই। কিন্তু মার্চ থেকে হল খুলতে পারা যায়নি কারণ সে সময়ে চিনের বেশ কিছু এলাকা থেকে আবার নতুন করে সংক্রমণের খবর আসতে শুরু করে। ফের হল খোলার প্রস্তুতি শুরু হয়েছে কারণ হল ইন্ডাস্ট্রি বিপুল ক্ষতির মধ্যে পড়েছে। চিনের সবচেয়ে বড় সিনেমা হল চেন ওয়ান্ডা ফিল্ম জানিয়েছে, ইতিমধ্যেই ২১৪ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তাদের।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
টানা ১০ দিন সংক্রমণের খবর নেই, সিনেমা হল খুলতে চলেছে চিনে, দর্শকদের মানতে হবে অন্ততঃ তিন ফুটের দূরত্ববিধি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jul 2020 04:34 PM (IST)
চিনা ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে দেশের ‘লো-রিস্ক’ এলাকাগুলিতে আগামী ২০ জুলাই থেকে সিনেমা হলগুলি খুলে যাবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -