ম্যাঞ্চেস্টার: করোনা ভাইরাস সতর্কতা বিষয়ক নিয়ম লঙ্ঘন করায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন পেসার জোফ্রা আর্চার। তাঁকে পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আর্চারকে পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। এই সময়ের মধ্যে ওর দু’বার করোনা পরীক্ষা হবে। ওর সেলফ আইসোলেশনের মেয়াদ শেষ হওয়ার আগে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসতে হবে। ওয়েস্ট ইন্ডিজ দলকেও বিষয়টি জানানো হয়েছে। আমরা যে ব্যবস্থা নিয়েছি, তাতে ওরা খুশি।’

আর্চার জানিয়েছেন, ‘আমি নিজের এই আচরণে লজ্জিত। আমি শুধু নিজেকেই না, গোটা দল ও ম্যানেজমেন্টকেই বিপদে ফেলেছি। আমি নিজের এই কাজের ফল ভোগ করতে তৈরি। আমি সবার কাছে ক্ষমা চাইছি। টেস্ট ম্যাচ খেলতে না পারায় আমার খারাপ লাগছে। বিশেষ করে এই পরিস্থতিতে যে সিরিজ হচ্ছে, তাতে একটি টেস্ট ম্যাচ খেলতে না পারা বেদনাদায়ক। আমার মনে হচ্ছে, দু’টি দলকেই আমার এই আচরণের জন্য বিপদে পড়তে হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত।’

ইংল্যান্ডের এই পেসার ঠিক কী নিয়ম লঙ্ঘন করেছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে তাঁর আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন ইসিবি কর্তারা। সোশ্যাল মিডিয়াতেও ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে পড়েছেন আর্চার। অনেকেই তাঁর আচরণের নিন্দা করছেন।