এ মাসের শেষেই ইউহানে চালু হয়ে যাবে ট্রেন, উড়ান ও মালবাহী গাড়ি চলাচল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2020 09:29 AM (IST)
করোনা সংক্রমণের জেরে ইউহানে ২ মাসের বেশি লকডাউন চলে। পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক হওয়ায় এ মাসের শুরুতে লকডাউন তুলে নেওয়া হয়।
বেজিং: চিনের ইউহান থেকে শুরু হয়েছিল ঘাতক করোনাভাইরাস সংক্রমণ। কিন্তু তা সামলে ওঠে চিন। ফের ইতিউতি সংক্রমণের খবর এলেও তারা ঠিক করেছে, এ মাসের শেষ থেকেই ট্রেন, উড়ান ও মালবাহী গাড়ি চলাচল শুরু করা হবে। ইউহানের ভাইস মেয়র লি জিকিং জানিয়েছেন এ কথা। তিনি বলেছেন, শুরু হবে ট্য়াক্সি পরিষেবা, ইয়াংসি নদীর ওপর বন্দরগুলিতেও এ মাসের শেষে আগের মত কাজ শুরু হবে। করোনা সংক্রমণের জেরে ইউহানে ২ মাসের বেশি লকডাউন চলে। পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক হওয়ায় এ মাসের শুরুতে লকডাউন তুলে নেওয়া হয়।