বেজিং: চিনের ইউহান থেকে শুরু হয়েছিল ঘাতক করোনাভাইরাস সংক্রমণ। কিন্তু তা সামলে ওঠে চিন। ফের ইতিউতি সংক্রমণের খবর এলেও তারা ঠিক করেছে, এ মাসের শেষ থেকেই ট্রেন, উড়ান ও মালবাহী গাড়ি চলাচল শুরু করা হবে।
ইউহানের ভাইস মেয়র লি জিকিং জানিয়েছেন এ কথা। তিনি বলেছেন, শুরু হবে ট্য়াক্সি পরিষেবা, ইয়াংসি নদীর ওপর বন্দরগুলিতেও এ মাসের শেষে আগের মত কাজ শুরু হবে।
করোনা সংক্রমণের জেরে ইউহানে ২ মাসের বেশি লকডাউন চলে। পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক হওয়ায় এ মাসের শুরুতে লকডাউন তুলে নেওয়া হয়।
এ মাসের শেষেই ইউহানে চালু হয়ে যাবে ট্রেন, উড়ান ও মালবাহী গাড়ি চলাচল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Apr 2020 09:29 AM (IST)
করোনা সংক্রমণের জেরে ইউহানে ২ মাসের বেশি লকডাউন চলে। পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক হওয়ায় এ মাসের শুরুতে লকডাউন তুলে নেওয়া হয়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -