নয়াদিল্লি: চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিষনজরে পড়ে ১৮ বছরের জেল হল চিনা বিলিওনেয়ার রেন ঝিকিয়াঙের। ৬৯ বছর বয়সি অবসরপ্রাপ্ত রিয়েমল এস্টেট টাইকুন গত মার্চে জিনপিংয়ের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার সমালোচনা করে ঝাঁঝালো ভাষায় চিঠি লিখেছিলেন। সেই ‘অপরাধে’ শাস্তির খাঁড়া নেমে এল তাঁর ওপর। এবং বিস্ময়ের ব্যাপার হল, চিঠিটি লেখার পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। চিঠিতে তিনি কটাক্ষ করে জিনপিংকে ‘জোকার’ বলেছিলেন। বেজিং ২ ইন্টারমিডিয়েট কোর্টের ওয়েবসাইটে প্রকাশ, কারাবাস ছাড়াও ঝিকিয়াঙের ৬ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার জরিমানাও হয়েছে। দি গার্ডিয়ান-এর খবর, আদালতের রায়ে বলা হয়েছে, ঝিকিয়াং স্বেচ্ছায় যাবতীয় অপরাধ কবুল করে বলেছেন, সব সত্যি। তিনি রায়ের বিরুদ্ধে আবেদন করবেন না।
ঝিকিয়াং মার্চে উধাও হওয়ার পর অনেক চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাঁর বন্ধুবান্ধবরা বলেছেন, তাঁরা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। চিঠিতে ঝিকিয়াং জিনপিংয়ের ২৩ ফেব্রুয়ারির ভাষণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে লিখেছিলেন, তিনি ‘নতুন পোশাক’ পরে দেখানো সম্রাট নয়, এক ভাঁড়কে দেখেছেন যিনি বিবস্ত্র, নগ্ন হয়ে পড়েছেন, আপ্রাণ বোঝাতে চাইছেন, তিনিই এখনও সর্বেসর্বা।
২০১৬-তে প্রকাশ্যেই চিনা সরকারের নীতির সমালোচনা করায় এক বছরের জন্য প্রোবেশনে পাঠানো হয়েছিল ঝিকিয়াংকে। তাঁর সব সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টও বন্ধ হয়ে যায়। সেগুলির প্রচুর ফলোয়ার ছিল। মানবাধিকার রক্ষা সংগঠনগুলি বিরুদ্ধ মত দমনে জিনপিঙের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে অস্ত্র করার অভিযোগ তুলেছে। ২০১২-য় চিনের মসনদে আসীন হওয়ার পর থেকে দঅমনপীড়ন চালানোয় আগের চেয়েও বেশি কঠোরতা দেখাচ্ছেন জিনপিং।