কলকাতা: সংযুক্ত আরব আমিরশাহিতে তাদের করোনা টিকার চূড়ান্ত পরীক্ষার ছাড়পত্র পেল চিনের এক সরকারি টিকা প্রস্তুতকারী সংস্থা। গোটা বিশ্বে হাতে গোনা কিছু সংস্থা মানব শরীরে এই টিকার চূড়ান্ত পরীক্ষার সবুজ সংকেত পেয়েছে।
সংস্থাটির অফিস বেজিংয়ে, নাম চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ কর্পোরেশন। মঙ্গলবার আরব আমিরশাহিতে করোনা টিকার ফেজ থ্রি পরীক্ষার ছাড়পত্র পেয়েছে তারা। আবু ধাবির জি৪২ নামে একটি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তারা এই পরীক্ষা চালাবে, সঙ্গে স্থানীয়ভাবে তৈরি করবে টিকা। কতো লোকের ওপর এই পরীক্ষা চলবে এ ধরনের তথ্য অবশ্য চিনা সংস্থাটি এখনও জানায়নি।
আন্তর্জাতিকভাবেই যে সংস্থাগুলি করোনা টিকা তৈরিতে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, তারা এখন মানব শরীরে এর পরীক্ষা করছে। এতে উত্তীর্ণ হলে শুরু হবে সাধারণ মানুষের জন্য ব্যাপক হারে উৎপাদন। চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ কর্পোরেশন বা সিএনবিজি প্রথম চিনা সংস্থা যারা এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, ফেজ থ্রি ট্রায়ালে এবার তারা দেখবে, তাদের তৈরি টিকা মানব শরীরে করোনা জীবাণুকে নিষ্ক্রিয় করতে পারছে কিনা। এখন চিনের দাবি, তাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা কম, ফলে দেশে তারা মানব শরীরে পরীক্ষা করতে পারবে না। আর চূড়ান্ত এই পরীক্ষা করতে হবে হাজার হাজার মানুষের ওপর। আরব আমিরশাহিতে এখনও প্রতিদিন শয়ে শয়ে লোক করোনা আক্রান্ত হচ্ছেন, আক্রান্তের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়েছে।
চিনা বায়োটেক সংস্থা ক্যানসাইনো বায়োলজিক্স ইনকর্পোরেটেড গত মাসে মানব শরীরে তাদের টিকা পরীক্ষার ছাড়পত্র পেয়েছে, কানাডায় মোতায়েন চিনা সেনার সঙ্গে হাত মিলিয়ে এই টিকা প্রস্তুত করেছে তারা। কিন্তু ফেজ থ্রি ট্রায়াল শুরু করার আগে তাদের ফের নিরাপত্তার দিকটি দেখতে হবে। বেজিংয়ের সাইনোভাক বায়োটেক লিমিটেড নামে একটি সংস্থা ব্রাজিলের একটি হটস্পটে ৯,০০০ লোকের ওপর করোনা টিকা পরীক্ষা করতে চায় কিন্তু ছাড়পত্র পায়নি এখনও।
আরব আমিরশাহিতে চূড়ান্ত পরীক্ষার ছাড়পত্র পেল চিনা করোনা টিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2020 11:12 AM (IST)
আন্তর্জাতিকভাবেই যে সংস্থাগুলি করোনা টিকা তৈরিতে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, তারা এখন মানব শরীরে এর পরীক্ষা করছে। এতে উত্তীর্ণ হলে শুরু হবে সাধারণ মানুষের জন্য ব্যাপক হারে উৎপাদন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -