বাচ্চু দাস, পানিট্যাঙ্কি : অবৈধভাবে নেপালে প্রবেশ করার সময় এক চিনা নাগরিককে আটক করল এসএসবি। তার সঙ্গে থাকা শিলিগুড়ির এক বাসিন্দাকেও আটক করা হয়। পরে তাদের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সোমবার ভোররাতে ভারত-নেপাল সীমান্তের পানিট‍্যাঙ্কি বর্ডারের ৪১ নম্বর ব‍্যাটেলিয়নের এস‌এসবির হাতে ধরা পড়ে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


চিনের ওই নাগরিকের কাছ থেকে আমেরিকার পাসপোর্ট ও ভারতের প্যান কার্ড উদ্ধার হয়েছে। দু'টিতেই আলাদা আলাদা নাম ছিল। এছাড়া ধৃতের কাছে থেকে আইফোন, ভারতীয় মুদ্রায় নগদ ৭ হাজার ৬০০ টাকা, নেপালের মুদ্রা, ভদ্রপুর থেকে কাঠমাণ্ডু যাওয়ার বিমানের টিকিট পাওয়া গিয়েছে। তার সঙ্গে থাকা শিলিগুড়ির বাসিন্দা প্রেম্বা ভুটিয়াকেও আটক করা হয়।


জানা গেছে, পেম্বা চিনা নাগরিককে নেপাল সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে গিয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই দুই জনকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। খড়িবাড়ি থানার পুলিশ তাদের গ্রেফতার করে।


সম্প্রতি মালদার (Malda) ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে হান জুনওয়ে নামে বছর ৩৬-এর চিনের এক নাগরিককে গ্রেফতার করে বিএসএফ। বিএসএফ (BSF) বিবৃতি দিয়ে জানায়, হান জুনওয়ে একজন ভয়ঙ্কর অপরাধী। আইবি সূত্রে খবর পাওয়া যায়, চিনের সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক করেছিল সে।


সিম বক্স ব্যবহার করে টেলিফোনিক কলকে ডেটা কলে রূপান্তর। চিনে (China) সিম পাচার। মালদায় ধৃত হানকে জেরার পর এসব তথ্য সামনে আসে পুলিশ ও এনআইএ (NIA)-র কাছে। পরে তার আইফোনটি খুলতে পারে এসটিএফ। আইফোন থেকে মেলে বহু সন্দেহভাজনের হদিস। এর মধ্যে ভারতীয় ও চিনা নাগরিক ছাড়াও ছিল অন্যান্য দেশের নাগরিকরাও।


আরও পড়ুন ; দেশে বড়সড় সাইবার হানার ছক চিনের? STF-এর হেফাজতে ধৃত চিনা নাগরিক


হান ভারত থেকে চিনে তেরশোটি সিম পাচার করেছিল বলে অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে দাবি, সিমকার্ড জোগাড় করতে রীতিমতো জাল বিস্তার করেছিল হান। যদিও, এই অভিযোগ মানতে নারাজ তার স্ত্রী। NIA সূত্রে খবর পাওয়া যায়, চিনে ১ হাজার ৩০০টি সিম পাচার করেছে হান। এ ছাড়াও, চিনে ১ হাজার ডেটাবেস পাঠিয়েছে।


জানা যায়, সিমকার্ড জোগাড় করতে রীতিমতো জাল বিস্তার করেছিল হান। মাথায় ছিল সে নিজেই, একাজে নিজের স্ত্রীকেও ব্যবহার করেছিল, বর্তমানে হানের স্ত্রী রয়েছে চিনের হেবেই প্রদেশে।