করোনা জীবাণুর উৎপত্তি ভারতে! আজব দাবি চিনা বিজ্ঞানীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Nov 2020 10:22 AM (IST)
যদিও চিনা বিজ্ঞানীদের এই দাবি উড়িয়ে দিয়েছেন স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডেভিড রবার্টসন।
NEXT
PREV
নয়াদিল্লি: বিশ্বের যে কোনও জায়গা থেকে করোনার উৎপত্তি হতে পারে, শুধু চিন থেকে নয়। বেশ কিছুদিন ধরে এভাবেই করোনাভাইরাসের জন্ম ইস্যুতে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন চিনা বিজ্ঞানীরা। এতদিন তাঁরা বলছিলেন, করোনার জনক ইতালি, আমেরিকা আর ইউরোপ। এবার তাঁদের নজর ঘুরেছে ভারতের দিকে। তাঁদের নতুন দাবি, গত বছর গ্রীষ্মে ভারতেই নাকি জন্ম নেয় এই ভয়াবহ ভাইরাস।
চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের একদল গবেষক এই দাবি করেছেন। তাঁদের দাবি, ভারতে দূষিত জলের মাধ্যমে জন্তু থেকে মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ে, তারপর কোনও এক অজ্ঞাত মুহূর্তে তা চলে যায় ইউহানে। দুর্ভাগ্যক্রমে সেখানেই সেটা প্রথম ধরা পড়ে, আর সবাই দুষতে থাকে বেচারা চিনকে। কিন্তু যদি দোষ কারও থেকে থাকে, তবে সেটা ভারতের, চিনের কখনওই নয়।
যদিও চিনা বিজ্ঞানীদের এই দাবি উড়িয়ে দিয়েছেন স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডেভিড রবার্টসন। তিনি বলেছেন, চিনাদের এই দাবি পুরোপুরি ভুল, কোনওভাবেই তা তারা প্রমাণ করতে পারবে না।
এই প্রথম অবশ্য নয়, এর আগেও চিন কর্তৃপক্ষ কোনও প্রমাণ ছাড়াই ইতালি, আমেরিকার দিকে আঙুল তোলে করোনা ছড়ানোর জন্য। আর এখন যখন লাদাখ নিয়ে ভারত-চিনের টানাপোড়েন চরমে উঠেছে, সে সময় তাৎপর্যপূর্ণভাবে করোনার উৎপত্তির কেন্দ্র হিসেবে ভারতের ঘাড়ে দায় চাপাতে চাইছে চিন। গোটা বিশ্বের বিজ্ঞানীরা অবশ্য বারবারই জানিয়েছেন, গত ডিসেম্বরে চিনের ইউহানেই এই ভাইরাস জন্ম নিয়েছে, সেখানকার এক মাংসের বাজারে প্রথম এর অস্তিত্বের খোঁজ মেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে, করোনার উৎপত্তি চিনেই।
নয়াদিল্লি: বিশ্বের যে কোনও জায়গা থেকে করোনার উৎপত্তি হতে পারে, শুধু চিন থেকে নয়। বেশ কিছুদিন ধরে এভাবেই করোনাভাইরাসের জন্ম ইস্যুতে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন চিনা বিজ্ঞানীরা। এতদিন তাঁরা বলছিলেন, করোনার জনক ইতালি, আমেরিকা আর ইউরোপ। এবার তাঁদের নজর ঘুরেছে ভারতের দিকে। তাঁদের নতুন দাবি, গত বছর গ্রীষ্মে ভারতেই নাকি জন্ম নেয় এই ভয়াবহ ভাইরাস।
চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের একদল গবেষক এই দাবি করেছেন। তাঁদের দাবি, ভারতে দূষিত জলের মাধ্যমে জন্তু থেকে মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ে, তারপর কোনও এক অজ্ঞাত মুহূর্তে তা চলে যায় ইউহানে। দুর্ভাগ্যক্রমে সেখানেই সেটা প্রথম ধরা পড়ে, আর সবাই দুষতে থাকে বেচারা চিনকে। কিন্তু যদি দোষ কারও থেকে থাকে, তবে সেটা ভারতের, চিনের কখনওই নয়।
যদিও চিনা বিজ্ঞানীদের এই দাবি উড়িয়ে দিয়েছেন স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডেভিড রবার্টসন। তিনি বলেছেন, চিনাদের এই দাবি পুরোপুরি ভুল, কোনওভাবেই তা তারা প্রমাণ করতে পারবে না।
এই প্রথম অবশ্য নয়, এর আগেও চিন কর্তৃপক্ষ কোনও প্রমাণ ছাড়াই ইতালি, আমেরিকার দিকে আঙুল তোলে করোনা ছড়ানোর জন্য। আর এখন যখন লাদাখ নিয়ে ভারত-চিনের টানাপোড়েন চরমে উঠেছে, সে সময় তাৎপর্যপূর্ণভাবে করোনার উৎপত্তির কেন্দ্র হিসেবে ভারতের ঘাড়ে দায় চাপাতে চাইছে চিন। গোটা বিশ্বের বিজ্ঞানীরা অবশ্য বারবারই জানিয়েছেন, গত ডিসেম্বরে চিনের ইউহানেই এই ভাইরাস জন্ম নিয়েছে, সেখানকার এক মাংসের বাজারে প্রথম এর অস্তিত্বের খোঁজ মেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে, করোনার উৎপত্তি চিনেই।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -