Hooghly: ডিজে বাজিয়ে বিয়েবাড়ির শোভাযাত্রা, আপত্তি করায় পুলিশের উপর হামলা, পাল্টা লাঠিচার্জ, রণক্ষেত্র শ্রীরামপুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Nov 2020 11:24 PM (IST)
পুজোর বিসর্জনের শোভাযাত্রা হোক বা বিয়ে কিংবা কোনও অনুষ্ঠান বাড়ি, ডিজে বাজানো এমনিতেই নিষিদ্ধ। তার ওপর করোনা আবহে এ বছর কোনও পুজোতেই শোভাযাত্রা করার অনুমতি দেয়নি প্রশাসন। সেখানে একেবারে জোড়া নিয়মভঙ্গের ছবি দেখা গেল শনিবার। যা কেন্দ্র করে রণক্ষেত্র হল হুগলির শ্রীরামপুর।
শ্রীরামপুর: নতুন জীবনের সূচনা নাকি কোনও বারোয়ারি পুজোর বিসর্জন! হুগলির শ্রীরামপুরে বিয়েবাড়ির শোভাযাত্রায় ডিজে বাজিয়ে জগঝম্প নাচ-গান আর হুল্লোড় সেরকমই প্রশ্ন তুলে দিল। বাধা দেওয়ায় আক্রান্ত হতে হল পুলিশকেই। পাল্টা লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে হল। গোটা ঘটনায় আহত হয়েছেন ৫ জন। পুজোর বিসর্জনের শোভাযাত্রা হোক বা বিয়ে কিংবা কোনও অনুষ্ঠান বাড়ি, ডিজে বাজানো এমনিতেই নিষিদ্ধ। তার ওপর করোনা আবহে এ বছর কোনও পুজোতেই শোভাযাত্রা করার অনুমতি দেয়নি প্রশাসন। সেখানে একেবারে জোড়া নিয়মভঙ্গের ছবি দেখা গেল শনিবার। যা কেন্দ্র করে রণক্ষেত্র হল হুগলির শ্রীরামপুর। কী হয়েছিল? শনিবার রাতে ডিজে বাজিয়ে বিয়েবাড়ির শোভাযাত্রা করা হচ্ছিল শ্রীরামপুরে। কোভিড পরিস্থিতিতে যা একেবারেই আইনভঙ্গের সামিল। খবর পেতেই আপত্তি জানায় পুলিশ। আইনের রক্ষকদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়ে বিয়েবাড়ির শোভাযাত্রায় অংশ নেওয়া লোকজনেরা। পুলিশের ওপরই হামলা করে বসে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ১৫ জনকে আটক করা হয়েছে। গোটা ঘটনায় আহত ৫ জন।