কলকাতা : চিটফান্ড তদন্তে রাজ্যে ফের সক্রিয় হল সিবিআই। আজ ‘মন্ত্র ই সার্ভিসেস’ নামে একটি চিটফান্ড সংস্থার কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। সংস্থার সঙ্গে কোনও প্রভাবশালী যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে সিবিআই।
বালিগঞ্জের ফার্ন রোড থেকে উত্তর ২৪ পরগনার নৈহাটি। ‘মন্ত্র ই সার্ভিসেস’ নামে এক চিটফান্ড সংস্থায় বুধবার জোড়া তল্লাশি চালাল সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডকাণ্ডের তদন্তে নেমে, আগে একাধিক সংস্থার বিরুদ্ধে FIR দায়ের করেছে সিবিআই। সেই তালিকায় ছিল এই ‘মন্ত্র ই সার্ভিসেস’-এর নামও।
সিবিআই সূত্রের খবর, সেবি ও কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের আওতাধীন রেজিস্ট্রার অফ কোম্পানিজ বা ROC-র কাছ থেকে এই সংস্থা সম্পর্কে ইতিমধ্যেই তথ্য সংগ্রহ করা হয়েছে। এই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন সম্রাট ভট্টাচার্য ও প্রিয়ঙ্কা ভট্টাচার্য নামে এক দম্পতি। অভিযোগ, বেআইনিভাবে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছে এই সংস্থা।
বুধবার বালিগঞ্জের ফার্ন রোডের একটি বাড়িতে প্রথমে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এদিন তল্লাশি চলে নৈহাটিতে চিটফান্ড সংস্থার ডিরেক্টর প্রিয়ঙ্কা ভট্টাচার্যের বাড়িতেও। শ্বশুর বাড়িতেই থাকেন সম্রাট। এলাকায় ভাল মানুষ বলে পরিচিত প্রিয়াঙ্কা-সম্রাট যে চিটফান্ড ব্যবসার সঙ্গে জড়িত, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি স্থানীয় বাসিন্দারা। নৈহাটির বাসিন্দা সোমনাথ সরকার বলেন, আমার বান্ধবী হয়। কোনওদিন বুঝতে পারিনি এরকম করতে পারে।
সিবিআই সূত্রে খবর, তল্লাশিতে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। বাজার থেকে বেআইনিভাবে যে কোটি কোটি টাকা তোলা হয়েছে, তা কোথায় গেল ? এই সংস্থার কোথায় কী সম্পত্তি রয়েছে ? কোনও প্রভাবশালী যোগ আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, একাধিক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে এর আগে নানা রকম অভিযোগ উঠেছে রাজ্যজুড়ে। সেসবের অধিকাংশের বিরুদ্ধেই তদন্ত চলছে।