বিজেন্দ্র সিংহ ও ঊজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ভ্যাকসিনের আকাল রয়েছে রাজ্যে। বহু টিকা কেন্দ্রে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত করোনা ভ্যাকসিন ডোজ। এই প্রেক্ষাপটে আরও ভ্যাকসিন পাঠানোর দাবিতে ফের প্রধানমন্ত্রীর দ্বারস্থ তৃণমূল। লোকসভার অধিবেশনের শেষে স্পিকারের অফিসে নরেন্দ্র মোদি, সনিয়া গান্ধী, অমিত শাহ, অধীর চৌধুরী সহ বিভিন্ন দলের সাংসদরা মিলিত হন। উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই এই আর্জি জানান বলে খবর। 


তৃণমূল সাংসদের এই আর্জির পর দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি, এমনটাই দাবি নেতার। সূত্রের খবর, বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কাছে আরও বেশি সংখ্যায় রাজ্যে ভ্যাকসিন পাঠানোর দাবি জানায় তৃণমূল। বৈঠকের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রী ৩বার চিঠি পাঠিয়েছেন। উত্তর আসেনি। আমিও একবার বলেছি। সে উত্তরও আসেনি। কেন্দ্র জবাব দিচ্ছে না। তবে এদিন মোদি বলেছেন যে তিনি এই বিষয়টি দেখছেন।" 


এদিকে ভ্যাকসিন বন্টন নিয়ে রাজ্যেকেই তোপ দেগেছেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সভাপতি বলেন, "মেদিনীপুরকে তিন কোটি থেকে বেশি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। অথচ ডিস্ট্রিবিউট করা হচ্ছে না। হাসপাতাল থেকে বাইরে থেকে বেশি দামে নিতে হচ্ছে।" সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "ভ্যাকসিন তো অবশ্যই দিতে হবে। মানুষ পাচ্ছে না। রাজ্য-কেন্দ্র উভয়কেই দায়িত্ব নিতে হবে। ডিস্ট্রিবিউট ঠিক করে করতে হবে।


প্রচলিত পদ্ধতি অনুযায়ী, কেন্দ্রীয় সরকার উৎপাদক সংস্থার কাছ থেকে ভ্যাকসিন কিনে রাজ্য সরকারগুলিকে দেয়। তারা সেই ভ্যাকসিন বণ্টন করে।


এদিকে, বুধবার রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৭০০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা কোপে প্রাণ হারিয়েছেন ৬ জন। বাংলায় এখনও পর্যন্ত এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৯৯। গত ২৪ ঘণ্টায়  কোভিড নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ হাজার ১১। রাজ্যে পজিটিভিটি রেট ১.৪৯ শতাংশ।