কলকাতা: ফের একবার সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় জনসংখ্যা নিবন্ধীকরণ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী বলেন, ‘আবার সিএএ-এনপিআর চাপিয়ে দেওয়া হবে। বিজেপি শাসিত রাজ্যগুলি এগুলো করছে। এমন ভাষায় বিজেপি নেতারা কথা বলছেন। বিজেপি নেতাদের জিভে অনুভূতি, উপলব্ধি নেই।’
কেন্দ্রের বিরুদ্ধে লোকসভা ভোটের সময় মিথ্যাচারের অভিযোগ তুলেছেন মমতা। বলেন, ‘পরিযায়ী শ্রমিক, কৃষক, পড়ুয়া কাউকে টাকা দেয় না। শুধু ভোট এলে অ্যাকাউন্টে ৫ হাজার টাকা।’ তৃণমূলনেত্রীর দাবি, ‘লোকসভা ভোটের সময় বিজেপির মিথ্যাচার দেখেছেন। কখনও বলে কালো টাকা ফেরাব, কখনও বলে ১৫ লক্ষ টাকা করে দেব।’ মুখে অনেক কথা বললেও বাস্তবে কিছুই করে না।’
মমতা বলেন, ‘রাজ্য তো অনেক প্রকল্প করেছে, ওরা কী করেছে। ওরা শুধু ভয় দেখাচ্ছে। হয় লড়বেন, না হলে মরবেন, সিদ্ধান্ত নিতে হবে। বিজেপির মুখোশটা টেনে খুলে ফেলতে হবে। জামিয়া মিলিয়া-সহ একাধিক ক্যাম্পাসে অত্যাচার। অত্যাচারের বিরুদ্ধে সবাই জোট বাঁধুন।’
তৃণমূলনেত্রীর কটাক্ষ, ‘জিএসটি বাবদ ক্ষতিপূরণ দিচ্ছে না কেন্দ্র। জিএসটিতে ৫ বছর ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। কোনও রাজ্যকে টাকা দিচ্ছে না কেন্দ্র। নীতিই নেই, তার আবার নীতি আয়োগ! এরকম পরিস্থিতি দেশে কখনও আসেনি।’