লোকসভায় বিল পাশ হওয়ার পর প্রধানমন্ত্রী ট্যুইট করেন, "দীর্ঘ ও সমৃদ্ধ বিতর্কের পর লোকসভায় নাগরিকত্ব সংশোধন বিল পাশ হয়েছে দেখে খুশি। এর জন্য আমি বিলটি সমর্থনকারী সাংসদদের এবং দলগুলিকে ধন্যবাদ জানাই। এই বিল ভারতের শতাব্দীপ্রাচীন রীতিনীতি এবং মানবিক মূল্যবোধগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে চলে।"
মাঝ রাতের কাছাকাছি নিজের বক্তব্যে মুসলিমদের আশ্বস্ত করে বার্তা দেন অমিত শাহ। জানান, ওই আইনের ফলে মুসলিমদের কোনও ভয় নেই। বিরোধী সাংসদদের বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বিলের বিতর্কে বিরোধীদের বক্তব্য শুনে মনে হচ্ছে ওই বিল এনে মুসলিমদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বাস দিয়ে জানাচ্ছি, ওই বিল পাশ হলে এ দেশের মুসলিমদের কোনও ভয় নেই। ভারতে বসবাসকারী মুসলিমদের সঙ্গে ওই বিলের কোনও সম্পর্ক নেই। এ দেশের মুসলিমদের সঙ্গে কোনও ভেদাভেদ হবে না।’’
কিন্তু অমিত শাহের আশ্বাসের গুরুত্ব না দিয়ে, বলিউডের অনেকেই বিলের বিপক্ষে গলা চড়িয়েছেন। তার মধ্যে অন্যতম স্বরা ভাস্কর ও নন্দিতা দাশ।
স্বরা ট্যুইট করেছেন, ‘লজ্জা! আমি চাই না আমার কষ্টার্জিত টাকা, যা আমি কর হিসেবে জমা করেছি, তা এইরকম গোঁড়া বিল বা নাগরিকপঞ্জীর জন্য খরচ করা হোক।’
নন্দিতা দাশ লেখেন, এই নাগরিকত্ব সংশোধনী বিল সাংবিধানিক বিধিভঙ্গ করে, আইন লঙ্ঘন করেয আমাদের দলীয় রাজনীতির উর্ধ্বে উঠে বুঝতে হবে, এটি ভারতের মূল ভাবনাকে আঘাত করে। এই দেশ আর সেই দেশ থাকবে না, যার জন্য দেশনেতারা লড়াই করেছিলেন।
‘রং দে বসন্তি’-খ্যাত অভিনেতা সিদ্ধার্থও এই বিলের সমালোচনা করে ট্যুইট করেছেন।