বিজয়ওয়াড়া: দীর্ঘ কেরিয়ারে একটি নতুন মাইলফলক যোগ করলেন ওয়াসিম জাফর। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে দেড়শোটি রঞ্জি ট্রফির ম্যাচ খেলে ফেললেন মুম্বইয়ের অভিজ্ঞ ক্রিকেটার। যিনি এখন বিদর্ভের হয়ে খেলেন। সোমবার অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে বিদর্ভের হয়ে মাঠে নামার সঙ্গে সঙ্গে নতুন কীর্তি গড়লেন জাফর।

দেবেন্দ্র বুন্দেলা ১৪৫টি রঞ্জি ম্যাচ খেলেছিলেন। মুম্বইয়ের অমল মুজুমদার ১৩৬টি রঞ্জি ম্যাচ খেলেছিলেন। ১৯৯৬-৯৭ মরসুমে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল জাফরের। তারপর একের পর এক রেকর্ড গড়ে গিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে রেকর্ড ৪০টি সেঞ্চুরি রয়েছে তাঁর। পাশাপাশি দেশের প্রথম ক্রিকেটার হিসাবে রঞ্জি ট্রফিতে ১১ হাজার রানের গণ্ডি পেরিয়ে গিয়েছেন জাফর।

ভারতের হয়ে ৩১টি টেস্ট খেলে ৩৪.১০ গড়ে ১৯৪৪ রান করেছেন জাফর। জাতীয় দলের হয়ে পাঁচটি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। রয়েছে দুটি ডাবল সেঞ্চুরিও। ৪২ ছুঁই ছুঁই বয়সেও খেলে চলেছেন জাফর।