কাঠমাণ্ডু: করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে লকডাউন চলছে নেপালেও। তার মধ্যেই লকডাউন অগ্রাহ্য করেই সংঘর্ষে জড়াল নেপালের স্থানীয় বাসিন্দারা আর সেদেশে কর্মসূত্রে থাকা চিনা নাগরিকরা।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একটি চিনা কোম্পানি লামজুংয়ে হাইড্রোপাওয়ার প্ল্যান্ট বানাচ্ছে। সেই কোম্পানির মালিক, কর্মীদের সঙ্গে স্থানীয়দের মারামারি হয়েছে মারসিয়াঙ্গদি এলাকায়। লামজুং জেলায় মারসিয়াঙ্গদি গ্রামীণ পুরসভা ৬ এর থুলোবেসিতে তৈরি হচ্ছে নিয়াদি হাইড্রোপাওয়ার প্রকল্প।
চিনাদের নির্মাণ সামগ্রী ট্রাকের আসা-যাওয়ায় আপত্তি করে স্থানীয় গ্রামবাসীরা। তাঁদের আপত্তি, যে চিন থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের সূত্রপাত, সদ্য সেখান থেকেই ফিরেছে ওই চিনা কর্মীরা। হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া মারণ ভাইরাস নিয়েই চিনারা ঢুকেছে, এমনই সংশয় স্থানীয়দের।
অপ্রয়োজনীয় লোকজনের আনাগোনা বন্ধ করতে গ্রামে ঢোকার রাস্তা আটকে দেয় বাসিন্দারা। কিন্তু অবরোধ ভেঙে দুটি নির্মাণ-সামগ্রীবাহী ট্রাক গ্রামের ভিতর ঢুকতে গেলে বাধা দেয়, প্রতিবাদ জানায় এলাকার যুবকরা। পাল্টা চিনারা কুকরি হাতে নিয়ে স্থানীয়দের শাসানি দেয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাস্তায় বসানো কাঁটাতারের বেড়া ভেঙে নির্মাণসামগ্রী নিয়ে ট্রাক ঢুকতে দেখেই স্থানীয়দের ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। স্থানীয় প্রশাসন লকডাউন ভাঙায় অসন্তোষ জানালে চিনারা ক্ষিপ্ত হয়ে ওঠে। স্থানীয় লোকজনও তেতে ওঠে চিনারা প্রশাসনের ঘর থেকে বেরনোর সরকারি নির্দেশ ভেঙে বাইরে পা রাখায়। পরিস্থিতি সামলে শান্তি ফেরাতে দুপক্ষের বৈঠক ডেকেছে পুলিশ।
নেপাল নিজের ভূখণ্ডে করোনাভাইরাস ছড়ানো রোধ করতে প্রতিবেশী সব দেশের সঙ্গে সীমান্ত সিল করেছে। সেদেশে এখনও পর্যন্ত ৫টি করোনা সংক্রমণের খবর মিলেছে।
করোনাভাইরাস সংক্রমণের আবহে নেপালে লকডাউনের মধ্যে স্থানীয়দের সঙ্গে চিনাদের সংঘর্ষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Apr 2020 10:04 AM (IST)
চিনাদের নির্মাণ সামগ্রী ট্রাকের আসা-যাওয়ায় আপত্তি করে স্থানীয় গ্রামবাসীরা
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -