ভুবনেশ্বর: রাজ্যের বিভিন্ন শহর-মফঃস্বলের রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর বেড়ালদের খাওয়ানোর জন্য ৫৪ লাখ টাকা মঞ্জুর করল ওড়িশা সরকার। করোনার জেরে লকডাউনে রাস্তার লালু ভুলুরা সবথেকে সঙ্কটে পড়েছে, অন্য সময় তাদের দিকে দুএকটা বিস্কুট ছুঁড়ে দেওয়ার কেউ না কেউ মিলে যায়। কিন্তু এই করোনা সংক্রমণের ভয়ে এখন আর কেউ রাস্তায় বার হচ্ছেন না।


ওড়িশা মন্দিরের শহর, এখানে রাস্তাঘাটে কুকুর বেড়াল গরুবাছুর সকলেরই খাবার জুটে যায়। পুণ্যার্থীরা খাওয়ান, দোকান টোকান থেকেও এটা ওটা জুটে যায়। মোট কথা, উপোস করে না কেউ। কিন্তু ২১ দিনের লকডাউনে দোকানপাট, হোটেল ধর্মশালা বন্ধ। ফলে না খেয়ে শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে লালু ভুলুর দল, তাদের ডেকে খেতে দেওয়ার কেউ নেই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫৪ লক্ষ টাকা মঞ্জুর করেছে ওড়িশা সরকার। ৫টি পুরনিগম ও ৪৮টি পুরসভাকে চিঠি দিয়ে তারা জানিয়েছে, এই টাকায় লকডাউন চলাকালীন রাস্তাঘাটের কুকুর বেড়ালকে দু’বেলা খাওয়াতে হবে পেট ভরে।

ভুবনেশ্বর পুরনিগম এ জন্য প্রতিদিন ২০,০০০ টাকা করে মঞ্জুর করেছে, কটক, বেরহামপুর, রৌরকেল্লা ও সম্বলপুর পুরনিগমও রোজ এ জন্য ১০,০০০ টাকা করে দেবে। এছাড়া প্রতিটি পুরসভা দেবে ৫,০০০ টাকা করে।