কলকাতা: করোনা পরিস্থিতির জেরে বাতিল একাদশ শ্রেণির পরীক্ষা। করোনার পরিস্থিতিতে এবার নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা না দিয়েই দ্বাদশে উত্তীর্ণ করার নির্দেশিকা জারি। ক্লাস শুরু হলে ৩ মাসের মধ্যে শেষ করতে হবে সিলেবাস। বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 


বিবৃতি জারি করে এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, এবছর ২০২১ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা কোভিড পরিস্থিতি ও অন্যান্য কারণে বাতিল করা হলো। একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার জন্য প্রত্যেক স্কুলের প্রধানকে আবেদন করা হচ্ছে।




ওই বিজ্ঞপ্তিতে সংসদ উল্লেখ করেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে। অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলে পরীক্ষা দিতে পারবে। নির্ধারিত সূচি মেনে পরীক্ষা হবে। তবে সংসদ জানিয়েছে পরিবর্তন হচ্ছে সময়ের। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত পরীক্ষার বদলে পরীক্ষা হবে ১২ টা থেকে ৩টে ১৫। একই সঙ্গে সংসদ উল্লেখ করেছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নেবে।


উল্লেখ্য, চলতি বছর ১৫ জুন থেকে হওয়ার কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ওই একই সময় হওয়ার কথা ছিল একাদশ শ্রেণির পরীক্ষাও। সেই মতো সূচিও প্রকাশ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু লাগামছাড়া করোনা সংক্রমণের জেরে বাতিল হয়ে গেল একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা। প্রসঙ্গত, গত বছর লকডাউনের জেরে বাতিল হয়ে যায় উচ্চ মাধ্যমিকের শেষ তিনটি পরীক্ষা। বাতিল হয়েছিল একাদশের কয়েকটি বিষয়ের বার্ষিক পরীক্ষাও। পূর্ববর্তী পরীক্ষার নম্বরের ভিত্তিতে ফল ঘোষণা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 


এদিকে করোনা মোকাবিলায় রাজ্যে লাগু হচ্ছে আংশিক লকডাউন। আজ থেকেই বন্ধ হচ্ছে শপিং মল, সিনেমা হল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে রেস্তোরাঁ, বিউটি পার্লার, স্পা। আজ থেকেই বন্ধ জিম, স্যুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স। ২ মে গণনার দিন সব ধরনের জমায়েতে রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত, আর দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। আংশিক লকডাউনের আওতা থেকে বাদ ওষুধের দোকান, মুদিখানা। হোম ডেলিডারি ও অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও জারি হচ্ছে না কোনও বিধি-নিষেধ।