নয়া দিল্লি: বাবা পেশায় কাঠমিস্ত্রি। আর্থিক অনটনকে সঙ্গে করেই পড়াশুনো করতে হত তাঁকে। কিন্তু মেধা কিংবা ইচ্ছেশক্তির জোরে দ্বাদশ শ্রেণির (Class 12) পরীক্ষায় সবকটি বিষয়ে ফুল মার্কস পেলেন তামিলনাডুর (Tamilnadu) এক ছাত্রী। প্রতিটি বিষয়েই ১০০ নম্বর পেয়ে পূর্ণমান ৬০০ এর মধ্যে ৬০০-ই পেয়েছেন তিনি।
সোমবার ডিরেক্টরেট অফ গভর্মেন্ট এক্সামিনেশন এর তরফে এই রেজাল্ট প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, দিনদিগুল জেলার এই ছাত্রী এমন দুর্দান্ত রেজাল্ট করেছেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, বড় হয়ে তিনি একজন অডিটর হতে চান।
দ্বাদশ শ্রেণির মতো পরীক্ষায় এমন দৃষ্টান্তমূলক নম্বর পেয়ে কেমন লাগছে নন্দিনীর? সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমি খুব খুশি এই রেজাল্ট করতে পেরে। আমি ভাবতেই পারিনি যে ৬০০ এর মধ্যে ৬০০ পাব। আমি আমার এই সাফল্য আমার মা-বাবা এবং শিক্ষকদের মধ্যে ভাগ করে নিতে চাই। মা-বাবা আমাকে শিখিয়েছেন যে নিজের আত্মবিশ্বাস রেখে যেকোনও কাজ করলে সেখানে জয় পাওয়া যায়।'
নন্দিনীর এই সাফল্যে খুশি হয়ে তাঁকে পুরস্কৃত করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্তালিন। তিনি জানান নন্দিনী যদি আগামী দিনে উচ্চশিক্ষা করতে চায় তাহলে সবরকম সহায়তা করবে তাঁর সরকার।