পেরু: চিনা সংস্থা সিনোফার্মের ক্লিনিক্যাল ট্রায়াল বন্ধ করল পেরু। জানা গিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর এক স্বেচ্ছাসেবকের স্নায়ুর সমস্যা দেখা দিয়েছে।
দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ শুক্রবার জানিয়েছে, টিকা নেওয়ার পর স্বেচ্ছাসেবকের হাতে কিছু সমস্যা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তারা। চিকিৎসকরা জানাচ্ছেন হাতের এই ধরনের সমস্যাকে গুইলেইন-বেরে সিন্ড্রোম বলা হয়।
জার্মান মালাগার প্রধান গবেষক বলেন, কিছু দিন আগে আমরা ইঙ্গিত দিয়েছিলাম যে ভ্যাকসিন সাধারণ মানুষের জন্য বাজারজাত করা হবে। কিন্তু এক স্বেচ্ছাসেবকের স্নায়ুর সমস্যা দেখা দিয়েছে। এই রোগের নাম গুইলেইন-বেরে সিন্ড্রোম। এটা একটা বিরল রোগ। এই রোগের ফলে হাত-পা নাড়াতে পারে না রোগী। এর আগে সোয়াইন ফ্লু-এর টিকাকরণের সময় ৪৫০ জন পক্ষাঘাতে আক্রান্ত হন।
এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করল পেরু। ইতিমধ্যে ১২ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। আদৌ এই টিকা কার্যকরি কি না তা বুঝতে ২০২১-এর জুন মাস পর্যন্ত সময় লাগবে। ২০ মিলিয়ন টিকা কিনতে পারে পেরু সরকার। যা মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ। এদিকে আর্জেন্টিনা, রাশিয়া, সৌদি আরব মিলিয়ে ৬০ হাজার জন সিনোফার্মের টিকা নিয়েছেন।
এদিকে বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু। একইসঙ্গে বেড়েছে দৈনিক সংক্রমণ ও সুস্থতা। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৬ লক্ষ ৩ হাজার ৪৭২ জনের। আক্রান্ত হয়েছেন ৭ কোটি ১৬ লক্ষ ১৬ হাজার ২০৫। এরই মধ্যে করোনাকেজয় করে সুস্থ হয়েছেন ৪ কোটি ৬৮ লক্ষ ২ হাজার ৫২১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৭৭ জনের।
পেরুতে বন্ধ চিনা সংস্থা সিনোফার্মের ক্লিনিক্যাল ট্রায়াল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Dec 2020 08:54 PM (IST)
এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করল পেরু। ইতিমধ্যে ১২ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। আদৌ এই টিকা কার্যকরি কি না তা বুঝতে ২০২১-এর জুন মাস পর্যন্ত সময় লাগবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -