কলকাতা: কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন হওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘কোভিড পরীক্ষার সংখ্যা বেড়েছে, তাই ধরাও পড়ছে। করোনা রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখুন। করোনায় ভয় পাওয়ার কিছু নেই। যেখানে সেখানে ভিড় করবেন না। পুলিশকর্মীরা কোভিডে আক্রান্ত হলে ১০ লক্ষ টাকার বিমা।
ঘূর্ণিঝড় ত্রাণ দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষতিপূরণ অনিয়মে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। পঞ্চায়েতে দুর্নীতির অভ্য়াস বাম জমানার। বাম আমলে পঞ্চায়েতে ১০০ শতাংশ দুর্নীতি হতো। এখন ৭-৮ শতাংশ দুর্নীতি হয়। ১৪ জুলাই থেকে রাজ্যব্যাপী গাছ লাগানোর কর্মসূচি।শুধু সুন্দরবনেই ৫ কোটি গাছ লাগানো হবে বলে জানান তিনি।
পুলিশকর্মীরা করোনা আক্রান্ত হলে ১০ লক্ষ টাকার বিমা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2020 12:46 PM (IST)
মুখ্যমন্ত্রী বলেন, বাম আমলে পঞ্চায়েতে ১০০ শতাংশ দুর্নীতি হতো, এখন ৭-৮ শতাংশ দুর্নীতি হয়...
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -