নয়া দিল্লি: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সোমবার সে রাজ্যে পর্যটকদের জন্য কড়া বার্তা দিয়েছেন। অনেকেই বলেছেন বিহারকে ড্রাই স্টেট ঘোষণার যে নির্দেশ রয়েছে সেই আইন শিথিল করার জন্য। যদিও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাফ জানিয়েছেন আইন শিথিল করার কোনও প্রশ্ন নেই।
সোমবার সাসারামে এক সমাবেশে তিনি নিষেধাজ্ঞা আইনের সমর্থনে সুর চড়িয়েছেন। নীতীশ কুমার বলেছেন, “কিছু লোক বলে যে যারা রাজ্যে বেড়াতে আসছেন তাদের একটু নেওয়ার অনুমতি দেয়, কিন্তু এটা কি সম্ভব? আমরা কি তাদের মদ খেতে দেব? আপনি কি অন্য রাজ্য থেকে আসা লোকদের মদ পান করতে দেবেন? যদি মদ্যপান করতে চান তাহলে বিহারে আসবেন না। যদি আপনি মদ পান করেন এবং বিহারের মদ পানের নিষেধাজ্ঞায় আপনার সমস্যা হয়, তাহলে বিহারে আসবেন না.. বিহারে আসার দরকার নেই।”
নীতীশ কুমার জানিয়েছেন যে বাইরের পর্যটকদের উপর নিষেধাজ্ঞা শিথিল করা প্রশ্নের বাইরে ছিল। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে তার নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, একজন মানুষ যতই শিক্ষিত এবং জ্ঞানী হোক না কেন, যদি তারা মদ পান করে, তাহলে এই ধরনের লোকদের সঠিক বলে গণ্য করা হয় না। এই ধরনের লোকেরা সঠিক হয়ও নয় এবং এরা মহাত্মা গান্ধীর বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে। প্রসঙ্গত, অনুষ্ঠানটি নীতীশ কুমারের শুরু করা সমাজ সংস্কার অভিযানের একটি অংশ। ২০১৬ সালে মদ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েই কার্যত ক্ষমতায় আসেন নীতীশ। মহিলা ভোটের একটা বড় অংশ তাঁর দিকে যায়। ক্ষমতায় এসেই সে বছর এপ্রিলে রাজ্যে মদ নিষিদ্ধ করেন তিনি।
নারী মুক্তি ও নারীদের অধিকার সুনিশ্চিত করতে ফের তৎপর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সমাজবাদী সুধার যাত্রার মাধ্যমে ইতিমধ্যেই তিনি এনিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। ১৫ই জানুয়ারি পর্যন্ত এই যাত্রা চলবে। তাঁর মতে নারীদের হাত ধরেই সমাজের উন্নতি সম্ভব। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অত্যন্ত সুকৌশলে নিজেদের রাজনৈতিক ভিত মজবুত করতে চাইছেন নীতীশ।