কলকাতা: কয়লা পাচারকাণ্ডে প্রথম গ্রেফতার। লালা-ঘনিষ্ঠ কয়লা ব্যবসায়ী রণধীর সিংহ-কে অন্ডালের কাজোড়া এলাকা থেকে গ্রেফতার করল সিআইডি। দুর্গাপুর, আসানসোলের বেশ কয়েকটি বেআইনি কয়লা খনিতে যান সিআইডি-র তদন্তকারীরা। কথা বলেন ইসিএলের আধিকারিকদের সঙ্গে। সিআইডি সূত্রে খবর, কয়লা পাচারে এলাকা ভাগ করা ছিল। মূলত নিউ কাজোড়া এলাকায় বেআইনি খনি থেকে কয়লা তুলে বাইরে পাচার করতেন ব্যবসায়ী রণধীর সিংহ। সিআইডি-র দাবি, খনি শ্রমিকদের কাছ থেকে তাঁর নাম জানা যায়। তল্লাশি অভিযান চলাকালীন গা ঢাকা দেন রণধীর সিংহ। গোপন সূত্রে গতকাল তাঁর বাড়ি ফেরার খবর পেয়ে হানা দেন সিআইডি-র গোয়েন্দারা। কয়লা পাচারে অভিযুক্ত ওই ব্যবসায়ীকে বাড়ি থেকেই পাকড়াও করা হয়। 


উল্লেখ্য, কয়লাকাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি সিআইডি-ও তদন্ত শুরু করে। কয়লাকাণ্ডের তদন্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে গতকাল অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। এই রায়ের ফলে ফলে রাজ্যের যে কোনও জায়গাতেই কয়লা পাচারকাণ্ডের তদন্ত চালাতে কার্যত কোনও বাধা নেই সিবিআইয়ের। অনুপ মাঝি তথা লালা আবেদন করে তাঁর বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ না নেওয়া হয়। সেই আবেদনও খারিজ করে দেয় আদালত। 


ভোটের মুখে কয়লাপাচার মামলায় সিবিআই তৎপরতা নিয়ে এর আগেই রাজনৈতিক তর্কযুদ্ধ শুরু হয়েছে তৃণমূল আর বিজেপির মধ্যে। এবার কয়লাপাচার কাণ্ডে প্রথম গ্রেফতার করল সিআইডি। প্রসঙ্গত, কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের স্বামী ও শ্বশুরকে তলব করল সিবিআই। দু’জনকেই আগামী ১৫ মার্চ নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। অন্যদিকে এর আগেই কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা এবং শ্যালিকা মেনকা গম্ভীরকে আগেই জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।