লখনউ: জমিয়ে শীত পড়েছে উত্তর ভারতে। কিন্তু শিক্ষা দফতরের গড়িমসির ঠেলায় ছোট ছোট স্কুল পড়়ুয়াদের গায়ে সোয়েটার ওঠেনি এখনও। রাজ্য সরকার স্কুলগুলিতে বিনা মূল্যে ইউনিফর্ম বিলি করে। সোয়েটার এখনও বিলি করেনি তারা।
ফলে শীতে কাঁপছে বাচ্চারা। গোন্ডা জেলার প্রাথমিক স্কুলে পড়ুয়াদের বসিয়ে রাখা হয়েছে মাটিতে, রোদ্দুরে সেঁকতে হচ্ছে গা। উত্তর প্রদেশ সরকার বলছে, রাজ্যের স্কুলগুলোয় ৩০ নভেম্বর পর্যন্ত সোয়েটার বিলি করা হয়। কিন্তু এবার এখনও পর্যন্ত সব স্কুলে সোয়েটার দেওয়া যায়নি। কারণ সরকারের দাবি, ২৫ ডিসেম্বরের আগে পর্যন্ত ঠাণ্ডা পড়ে না, সোয়েটারের দরকার নেই, তা ছাড়া গরিব ঘরের ছেলেমেয়েরা ২৫ ডিসেম্বর পর্যন্ত সোয়েটার পরেও না। যে সে নন, খোদ প্রাথমিক শিক্ষা মন্ত্রী সতীশ দ্বিবেদী এমন কথা বলেছেন।
শ্রাবস্তী জেলায় সরকারি কাজে এসেছিলেন মন্ত্রীমশাই। এবিপি আনন্দ তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, ২৫ তারিখের আগে বাচ্চারা দিনের বেলা সোয়েটার পরে নাকি! এবার তো খারাপ আবহাওয়ার সুবাদে একটু আগে ঠান্ডা পড়েছে। মন্ত্রী অবশ্য নিজে পরেছিলেন কোট, তাঁর সঙ্গের লোকজনের পরনেও গরম জ্যাকেট ছিল।
রাজ্য সরকার দাবি করেছে, আগামী ২ দিনের মধ্যে সব স্কুলে সোয়েটার পৌঁছে যাবে।
গরু ছাগল পেয়েছে কোট, উত্তর প্রদেশে স্কুল পড়ুয়াদের সোয়েটার নেই এখনও
ABP Ananda, Web Desk
Updated at:
14 Dec 2019 11:35 AM (IST)
রাজ্য সরকার দাবি করেছে, আগামী ২ দিনের মধ্যে সব স্কুলে সোয়েটার পৌঁছে যাবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -