দেখুন, বারাণসীতে পেঁয়াজের মালা বদল করে বিয়ে করলেন দম্পতি
Web Desk, ABP Ananda | 14 Dec 2019 08:48 AM (IST)
নেহাত মজা নয়। পেঁয়াজের দাম বাড়ার প্রতিবাদ করতেই তাঁদের এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ, বললেন সমাজবাদী পার্টির নেতা কমল পটেল।
বারাণসী: দেশ জুড়ে সরকারি উদ্যোগে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিন্তু এখনও বেশ কিছু জায়গায় আকাশছোঁয়া দাম। মধ্যবিত্তের নাজেহাল দশা। এরই মধ্যে পেঁয়াজের দাম নিয়ে একের পর এক মিম ও মজার ভিডিওয় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। কোথাও পেঁয়াজের সঙ্গে তুলনা চলছে সোনার, কোথাও টাকার। এরই মধ্যে মহার্ঘ্য পেঁয়াজ লুঠ হয়েছে দোকান থেকে! এবার বিয়ের আসরে টাকা আর ফুলের মালাকে টেক্কা দিল পেঁয়াজ। উত্তরপ্রদেশে এক পাত্র-পাত্রী বিয়েতে পেঁয়াজের মালা বদল করলেন। টাকার মালা পরে বিয়ে করতে আসা বর দেখতে সেখানে সবাই অভ্যস্ত। ফুলের মালাও তো সকলেই পরেন। কিন্তু সম্প্রতি আকাশছোঁয়া দাম দেখে, মহামূল্য পেঁয়াজের মালা বদল করেই নতুন জীবন শুরু করলেন বারাণসীর এই দম্পতি। নেহাত মজা নয়। পেঁয়াজের দাম বাড়ার প্রতিবাদ করতেই তাঁদের এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ, বললেন সমাজবাদী পার্টির নেতা কমল পটেল। তিনি জানান, যেভাবে বাড়ছে পেঁয়াজের দাম, তাতে সোনার সঙ্গে তুলনা হবে নাই বা কেন? আর বারাণসীতে দাম এখনও যথেষ্ট চড়া।