নয়াদিল্লি: বাংলায় এখনও ঠান্ডা নেই। কিন্তু গোটা উত্তর ও উত্তর পশ্চিম ভারতে ছবিটা একেবারে উল্টো। প্রবল ঠান্ডায় কাঁপছে ভারতে ওই গোটা এলাকা। ঘন কুয়াশা এবং শৈত্য প্রবাহের দাপটে কার্যত জবুথবু গোটা উত্তর ভারত। নতুন বছরের প্রথম সপ্তাহে এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 


শীতের দাপট:
সোমবারও ঠান্ডা কেঁপেছে দিল্লি থেকে রাজস্থান। উত্তরাখন্ড, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশে ঘন কুয়াশা থাকার সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দফতরের তরফে। এই রাজ্যগুলির কিছু কিছু জায়গায় তীব্র ঠান্ডার দাপটও দেখা যাবে। একই পরিস্থিতি দেখা যাবে পশ্চিম মধ্যপ্রদেশের কিছু জায়গায়। আগামী ২-৪ দিন হিমাচল প্রদেশে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। একই সতর্কতা রয়েছে রাজস্থানের কিছু এলাকাতেও। 


কুয়াশার দাপট:
ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)-এর বুলেটিন বলছে ভারতীয় গাঙ্গেয় অববাহিকার উপর হালকা বায়ু এবং অতিরিক্ত আর্দ্রতা থাকার কারণে উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাবের একাধিক এলাকায় আগামী ২-৩ দিন ঘন থেকে অতি ঘন কুয়াশার দাপট দেখা যাবে। একই পরিস্থিতি থাকবে বিহারেও।  হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, অসম, মধ্য প্রদেশ ও ওড়িশার কিছু জায়গাতেও আগামী ২ দিন কুয়াশার দাপট দেখা যাবে।


IMD জানাচ্ছে, আগামী ২ দিনে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।      


বাড়ছে শীতের ছুটি:
প্রবল ঠান্ডার কারণে পঞ্জাবে আরও এক সপ্তাহ শীতের ছুটি বেড়েছে পঞ্জাবের সব সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে। শীতের কারণে বদলেছে স্কুলের সময়ও। উত্তরপ্রদেশের লখনউতে প্রবল শীত এড়াতে সোমবার থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাসের সময় সকালে দশটা থেকে দুপুর ২ টো পর্যন্ত করেছে। উত্তরপ্রদেশেই সীতাপুরে বেড়েছে স্কুলের ছুটি। শীতকালীন স্কুলের ছুটি বেড়েছে হরিয়ানাতেও। রাজস্থানের শিকারের ফতেহপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস।


দিল্লি-দূষণ:
কদিন ছাড়া দিয়ে ফের কড়া শীত দিল্লিতে। একদিকে যেমন ঠান্ডা বাড়ছে, তেমনই রাজধানীতে বায়ুদূষণও বাড়ছে লাফিয়ে। 


কাশ্মীরে তুষারপাত:
সম্প্রতি মাঝারি থেকে ভারী তুষারপাত দেখা গিয়েছে কাশ্মীর উপত্যকায়। পহলগাম, সোনমার্গ, গুলমার্গে বরফে ঢেকেছে রাস্তা। তুষারপাতের কারণে বন্ধ হয়েছিল জাতীয় সড়কও। কাশ্মীর উপত্যকার উঁচু জায়গায় ভারী তুষারপাতের কারণে বিপর্যস্তও হয়েছে জনজীবন।


আরও পড়ুন:  গাড়িতে থাকলেও নষ্ট হয় পেট্রল, মেয়াদ শেষ বুঝবেন কীভাবে ?