দেহরাদুন: আগামীকাল উত্তরাখণ্ডের অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জিতে খেলতে নামছে বাংলা। এই মাঠটি বাংলা ক্রিকেট দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের নামাঙ্কিত। কাল এই মাঠেই খেলতে নামবেন অভিমন্যু। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। সকাল ৯.৩০ থেকে শুরু হবে ম্যাচটি।


 






এর আগে নিজের নামাঙ্কিত স্ট্যান্ডের সামনে খেলতে দেখা গিয়েছিল অনেক ক্রিকেটারকেই। কিন্তু এই প্রথম গোটা মাঠটার নামই একজন ক্রিকেটারের নামে। আর সেই ক্রিকেটার সেই মাঠেই খেলতে নামছেন নিজেই। এমনটা বোধহয় এই প্রথম। বাংলার হয়ে দীর্ঘ কয়েক বছর ধরে খেলছেন অভিমন্যু। এখন তিনি বাংলা দলের অধিনায়কও। কিন্তু জন্ম তাঁর উত্তরাখণ্ডেই। রঞ্জি ছাড়া ক্লাব ক্রিকেট ও ঘরোয়া ফুটবলও খেলা হয় এই মাঠে। 


পেলেকে অভিনব শ্রদ্ধা


গত বছর ২৯ ডিসেম্বর প্রয়াত হয়েছেন ফুটবল সম্রাট পেলে (Pele)। দীর্ঘ লড়াইয়ের পর ৮২ বছর বয়সে চলে গিয়েছেন তিনি। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিন তিনটি বিশ্বকাপ ঝুলিতে পুরেছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। এবার ফিফার তরফ থেকে পেলেকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। 


ফিফার তরফে বিশ্বের সব টুর্নামেন্টের আয়োজকদের জানানো হয়েছে যে আগামী সপ্তাহ পর্যন্ত প্রত্যেক ম্যাচের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হোক পেলেকে শ্রদ্ধা জানাতে। ইতিমধ্যেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে সাতদিনের শোকদিবস পালন করা হচ্ছে। ফেডারেশনের তরফে জানানো হয়েছে, এই সময়কালে ফেডারেশনের পতাকাও অর্ধনমিত থাকবে।


পেলে-মারাদোনা একসঙ্গে


জীবনের শেষ দিকে দুই মহাতারকার দূরত্ব অনেকটাই ঘুচেছিল। কমে এসেছিল তিক্ততা। এমনকী, একে অপরের জন্মদিনে শুভেচ্ছাবার্তাও পাঠাতেন। মারাদোনার মৃত্যুর পর পেলে ট্যুইট করেছিলেন, 'আবার একসঙ্গে স্বর্গে ফুটবল খেলব'।