নয়াদিল্লি: গহীন-গভীর আমাজনের জঙ্গল। যেখানে পদে পদে বিপদ। কোথাও হিংস্র শ্বাপদ, কোথাও বিষধর সাপ। এমন এলাকাতেই ৪০ দিন ধরে বেঁচে রইল ৪ শিশু। দুর্ঘটনায় পড়েছিল তাদের বিমান। কলম্বিয়ার এমন এলাকায় সেই বিমান পড়েছিল যা শুধু গভীর জঙ্গলই নয়, অত্যন্ত বিপদসঙ্কুল এবং ওই এলাকায় মানুষের পায়ের ছাপ পড়েনি এতদিন। সেখানেই ৪০ দিন ধরে থেকে বেঁচে ফিরল চার শিশু। এই ঘটনার কথা ট্যুইট করে জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো (Gustavo Petro)।
একটি ছোট বিমানের সওয়ারি ছিল ওই ৪ শিশু। সঙ্গে ছিল তাদের মা। পাইলট নিয়ে বিমানে মোট ৩ ব্যক্তি ছিলেন। ১ মে উড়ানের সময় সেটি দুর্ঘটনাগ্রস্ত হয়। দুর্ঘটনায় মারা গিয়েছেন ওই তিন ব্যক্তি। বেঁচে গিয়েছে ওই চার শিশু। দুর্ঘটনার পরে তারা কোনওভাবে ওই ধ্বংসরস্তূপ থেকে বেরিয়ে যায়। তারপর থেকেই তাদের খোঁজ শুরু হয়। সেনা, স্থানীয় আদিবাসী গোষ্ঠীর বেশ কিছু স্বেচ্ছাসেবক মিলে তৈরি হয়েছিল উদ্ধারকারী দল। উদ্ধারে সাহায্য করতে নেমেছিল ১০টি বেলজিয়ান শেপার্ড কুকুরও। প্রায় সাড়ে তিনশো বর্গ কিলোমিটার এলাকাজুড়ে শুরু হয় তল্লাশি, নাম দেওয়া হয় Operation Hope.
কীভাবে উদ্ধার:
কাজটা ভীষণই কঠিন। অত বড় এলাকা, যার কোনও ম্যাপ নেই। কোথায় কীভাবে শিশুরা রয়েছে তা জানা কার্যত অসম্ভব ছিল। একদিকে যেমন তল্লাশি চলেছে। তেমনই কপ্টার থেকে ওই এলাকায় খাবারের প্যাকেট ফেলা হয়। চার শিশুর ঠাকুমা, বাবা ব্যক্তিগত ভাবে খোঁজ শুরু করেন। বারবার মাইক প্রচার করে বলা হয় তাদের একসঙ্গে এক জায়গায় থাকতে। তারপর তল্লাশির মাঝেই আধ খাওয়া ফল, কাঁচি, ন্যাপি মেলে, তাতে আশা জেগেছিল যে ওই শিশুরা বেঁচে রয়েছে। কিন্তু দিন পনেরো কেটে যাওয়ার পরেও কোনও খোঁজ না পাওয়ায় কার্যত আশা ছেড়ে দিয়েছিলেন উদ্ধারকারীরা। কিন্তু হাল ছাড়তে চাননি ব্রিগেডিয়ার জেনারেল পেড্রো স্যাঞ্চেজ। দেহ না মেলায় তাঁর স্থির বিশ্বাস ছিল ওই শিশুরা বেঁচেই রয়েছে। তারপরে গত শুক্রবার খোঁজ মেলে ওই চার শিশুর। যখন তাদের পাওয়া যায় তখন তাদের গায়ে নানা পোকামাকড়ের কামড়ের দাগ, দুর্বল, দীর্ঘদিন জঙ্গল-বাস তাদের অপুষ্ট করেছে। কিন্তু বিপদে নেই কেউই। মোটের উপর সকলেই সুস্থ। উদ্ধার হওয়ার মাত্রই ঘটনার কথা জানিয়ে ট্যুইট করা হয় সেনার তরফে। যে চার শিশুকে উদ্ধার করা হয়েছে তাদের বয়স ১৩, ৯. ৪ এবং ১। এদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ শিশু সবেমাত্র এক বছর পূর্ণ হয়েছে। জঙ্গলে থাকার সময়েই কেটেছে তার প্রথম জন্মদিন। শিশুদের খোঁজ পাওয়া মাত্র, কপ্টারে করে তাদের উদ্ধার করে রাজধানী বোগোটা শহরে নিয়ে যাওয়া হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা।
আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ