নয়াদিল্লি: অতিমারি আবহে বিশ্বের অর্থনীতি ধাক্কা খেয়েছে। কমেছে সরকারি আয়। দেশের রাজধানী দিল্লিও ব্যতিক্রম নয়। সরকারের রাজস্ব বাড়াতে মদ্যপানের বয়সসীমা ২৫-এর বদলে ২১ বছরে নামিয়ে আনার পরামর্শ দিল দিল্লি সরকারের গঠিত কমিটি। ড্রাই ডে কমিয়ে তিনদিন করার কথাও বলেছে কমিটি।
কীভাবে রাজ্যের আয় বাড়ানো যায়, তা খতিয়ে দেখতেই কমিটি গঠন করেছিল অরবিন্দ কেজরীবাল সরকার। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া সেপ্টেম্বরে এই কমিটি গঠন করেন। অর্থ এবং আবগারি মন্ত্রকের দায়িত্ব তাঁরই । মদ ব্যবসার ক্ষেত্রে অপব্যবহার ও শুল্ক ফাঁকি দেওয়া বন্ধ করা রাষ্ট্রীয় আবগারি রাজস্ব বাড়ানোর উপর জোর দিয়েছিলেন তিনি। ওই কমিটির পরামর্শ, অন্য অনেক রাজ্যের মতো দিল্লিতেও মদ্যপান শুরুর ক্ষেত্রে বৈধ বয়স ২৫-এর বদলে কমিয়ে ২১ করা হোক। তিনদিন ড্রাই ডে রাখার প্রস্তাব দিয়েছে কমিটি। যদিও কমিটির প্রস্তাব গৃহীত হলে প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস ও গাঁধী জয়ন্তীর দিনে মদ পাওয়া যাবে না দিল্লিতে।
দিল্লিতে সরকারি এজেন্সির নিয়ন্ত্রণাধীন ৮৬৪টি মদের দোকান রয়েছে। দিল্লি টুরিজম কর্পোরেশন, দিল্লি স্টেট সিভিল সাপ্লাই কর্পোরেশন লিমিটেড, দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের আওতায় এই মদের দোকান গুলি রয়েছে। কমিটির সুপারিশ ২৭২টি ওয়ার্ড, এনডিএমসি এরিয়া, ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার মধ্যে মদের দোকানগুলি যেন সমবন্টন হয়। রাজধানীর ১২৫ টি ডিপার্টমেন্টাল স্টোরের বিয়ার ও ওয়াইন বিক্রির লাইসেন্স আছে। কিন্তু এ ধরনের কোনও দোকান তার মোট জায়গার ১০ শতাংশের বেশি জুড়ে বিয়ার ও ওয়াইন সংরক্ষণ করতে পারবে না। দেখা গিয়েছে গত বছর ৪১টি ডিপার্টমেন্টাল স্টোর বিয়ার ও ওয়াইন রাখার এই বিধি ভঙ্গ করেছে। ফলে সরকার এল ১২ এবং এল ১২এফ শুল্ক লাইসেন্সের অধীনে থাকা এই সমস্ত স্টোরের লাইসেন্স নবীকরণের আবেদন গ্রহণ করতে চায়নি।কমিটি এ ধরনের সুপারিশ করলেও তা মন্ত্রিসভার অনুমোদন পাবে কিনা তা নিশ্চিত হতে এখনও ঢের দেরি। জনমন এবং মদ ব্যবসার সঙ্গে জড়িতরা কী ভাবছেন সেটাও জানার পরিকল্পনা রয়েছে সরকারের।
২৫ নয়, দিল্লিতে ২১ হলেই মদ্যপানে আইনি সম্মতি? রাজস্ব বাড়াতে সুপারিশ কমিটির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Dec 2020 09:59 PM (IST)
কীভাবে রাজ্যের আয় বাড়ানো যায়, তা খতিয়ে দেখতেই কমিটি গঠন করেছিল অরবিন্দ কেজরীবাল সরকার। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া সেপ্টেম্বরে এই কমিটি গঠন করেন। অর্থ এবং আবগারি মন্ত্রকের দায়িত্ব তাঁরই । মদ ব্যবসার ক্ষেত্রে অপব্যবহার ও শুল্ক ফাঁকি দেওয়া বন্ধ করা রাষ্ট্রীয় আবগারি রাজস্ব বাড়ানোর উপর জোর দিয়েছিলেন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -