নয়া দিল্লি : ভগবান শিবের ছবিকে বিকৃত করে দেখানোর অভিযোগে ইনস্টাগ্রামের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়া অ্যাপের বিরুদ্ধে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করলেন মণীশ সিং।


এক স্টিকারকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল দিল্লির রাজনীতি। ইনস্টাগ্রামে ভগবান শিবের এই স্টিকার নিয়ে আপত্তি তুলেছে গেরুয়া ব্রিগেড। তাদের অভিযোগ, শিবের স্টিকারকে বিকৃত করে পেশ করেছে সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রাম। তাই তাদের সিইও ছাড়াও আধিকারিকদের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে ইনস্টাগ্রাম ওই স্টিকার না সরালে কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। 


যে স্টিকারকে কেন্দ্র করে এত বিতর্ক কী রয়েছে সেখানে ? ইনস্টাগ্রামের স্টোরি সেকশনে রাখা রয়েছে ভগবান শিবের ওই স্টিকার। যেখানে ধ্যানে বসা শিবকে চোখের ঈশারায় কিছু বলতে দেখা যাচ্ছে। একহাতে ওয়াইনের পাশাপাশি অপর হাতে মোবাইল রয়েছে জটাধারীর। যা নিয়ে মূল অভিযোগ মণীশ সিংয়ের। বিজেপি নেতার দাবি, সোশ্যাল মিডিয়া অ্যাপে ভগবান শিবের বিষয়ে এই বিকৃত মনোবৃত্তি কখনোই মেনে নেওয়া হবে না। এই স্টিকারের মাধ্যমে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।


এই বলেই অবশ্য থেমে থাকেননি বিজেপি নেতা। পাল্টা ইনস্টাগ্রামকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। তাঁর দাবি, এই ধরনের কাজ করার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাপকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অবিলম্বে সরাতে হবে ভগবান শিবের ওই স্টিকার। না হলে ইনস্টাগ্রামের অফিসের সামনে বিক্ষোভ ধর্নায় বসবেন তিনি। 


তবে প্রথমবার এই ধরনের বিতর্ক হয়েছে এমনটা নয়। অতীতেও হিন্দু দেব-দেবীর ছবি যেখানে-সেখানে ব্যবহার নিয়ে বিতর্ক হয়েছে। ২০১৯ সালে আমেরিকায় অ্যামাজনের ওয়েবসাইটে দরজার পাপোস ছাড়াও টয়েলেটের সিট কভারে হিন্দু দেবদেবীর ছবির ব্যবহার দেখা যায়। যা নিয়ে ট্যুইটারে শুরু হয় আন্দোলন। #BoycottAmazon নামে এই আন্দোলনের জেরে ভুল বুঝতে পারে অনলাইন বিজেনেস অ্যাপ। শেষে সেই প্রোডাক্টগুলি মার্কেট থেকে সরিয়ে নেয় তারা।