জল্পনাই সত্যি হল, ইমতিয়াজের ‘লভ আজ কাল ২’ সিনেমায় জুটি বাঁধছেন সারা আলি খান ও কার্তিক আরয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Mar 2019 05:09 PM (IST)
নয়াদিল্লি: কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো-তে কার্তিক আরয়ানের প্রতি তাঁর ‘ক্র্যাশ’ থাকার কথা জানিয়েছিলেন সারা আলি খান। আর স্বীকারও করেছিলেন যে, কার্তিক আরয়ানের সঙ্গে ডেটও করতে চান তিনি।এরপর থেকেই অনুরাগীরা তাঁদের দুজনকে কোনও সিনেমায় একসঙ্গে দেখার জন্য সাগ্রহে অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষার অবসান। কার্তিক আরয়ান ও সারা আলি খানকে ইমতিয়াজ আলি খানের ‘লভ আজ কাল ২’ সিনেমায় দেখা যাবে। আগামী সপ্তাহে দিল্লিতে সিনেমার কাজ শুরু হবে। এই সিনেমায় ফের একসঙ্গে কাজ করবেন ইমতিয়াজ ও রণদীপ হুডা। ইন্টারনেটে জল্পনা আগেই ছড়িয়েছিল যে, কার্তিক ও সারাকে ইমতিয়াজ আলির আগামী সিনেমায় দেখা যাবে। এই জল্পনা দুই তারকাই স্বীকার বা অস্বীকার-কোনও কিছুই করেননি। অবশেষে জানা গেল, ওই জল্পনাই সত্যি। কার্তিক ও সারা ইমতিয়াজের সিনেমায় অভিনয় করবেন। ইমতিয়াজের আগের দুটি সিনেমা- ‘জব হ্যারি মেট সেজাল’ ও ‘তামাশা’-র শ্যুটিং বিদেশে হয়েছিল। কিন্তু আগামী সিনেমার বেশিরভাগ অংশের শ্যুটিং পঞ্জাব ও দিল্লিতে হবে। ২০০৯-এ ইমতিয়াজের ‘লভ আজ কাল’ সিনেমার সিকোয়েল আগামী সিনেমা। আগের সিনেমায় দেখা গিয়েছিল সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ঋষি কপূরকে। এখন জানা যাচ্ছে, ইমতিয়াজের আগামী সিনেমায় সইফকে দেখা যাবে বলেও জল্পনা ছড়িয়েছিল। কিন্ত খোদ সইফই তা খারিজ করেছিলেন।