সুশান্ত মৃত্যুতে মাদক যোগের তদন্তে নেমে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে। প্রথমে তাদের আটক করা হয়, পরে ওইদিনই তাঁদের গ্রেফতার করা হয়। ছেলের গ্রেফতার নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তাঁর বাবা ইন্দ্রজিৎ চৌধুরী। এক বিবৃতিতে তিনি লিখেছেন, অভিনন্দন ভারত, আপনারা আমার ছেলেকে গ্রেফতার করেছেন। আমি নিশ্চিত এরপরেই আমার মেয়ের গ্রেফতার হওয়ার পালা। একটি মধ্যবিত্ত পরিবারকে আপনি শেষ করে দিলেন। তাঁর আরও কটাক্ষ, অবশ্য বিচারের জন্য সবকিছুই যুক্তিযুক্ত। জয় হিন্দ।
তদন্তকারীদের দাবি, রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু তদন্তে মাদক যোগের বিষয়টি প্রকাশ্যে আসে। সেই সংক্রান্ত তথ্য সিবিআই ও এনসিবি-কে পাঠায় ইডি। এরপরেই বলিউড ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাদক যোগ নিয়ে তদন্ত শুরু হয়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবি হেফাজতে থাকবেন ধৃত শৌভিক ও মিরান্ডা।