লখনউ: দলের হুইপ অমান্য করে উত্তরপ্রদেশ বিধানসভার ৩৬ ঘন্টার বিশেষ অধিবেশনে যোগদান করায় রায়বেরিলির বিধায়ক অদিতি সিংহকে শোকজ করল কংগ্রেস। দুদিন সময় দেওয়া হয়েছে তাঁকে জবাব পেশ করতে।
২ অক্টোবর কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে দলের মহাত্মা গাঁধীর ১৫০তম জন্মবার্ষিকী পালন কর্মসূচির অনুষ্ঠানে গরহাজির ছিলেন অদিতি। সবাইকে হতবাক করে সেদিন সন্ধ্যায় তিনি বিধানসভার বিশেষ অধিবেশনে হাজির ছিলেন ‘পার্টিলাইনের ঊর্ধ্বে উঠে’। কংগ্রেস পরিষদীয় দলনেতা অজয় কুমার লাল্লু অদিতিকে পাঠানো কারণ দর্শানোর নোটিসে লিখেছেন, দল বিধানসভার অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়ে কোনও বিধায়ক যাতে হাজির না থাকেন, তা সুনিশ্চিত করতে হুইপও জারি করে। আপনাকেও এ ব্যাপারে অবহিত করা হয়েছিল, কিন্তু আপনি দলীয় নির্দেশ উপেক্ষা করেছেন। হুইপের তোয়াক্কা না করে আপনি সভার অধিবেশনে সামিল হয়েছেন। এটা শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজ। দুদিনের মধ্যে জবাব না পাঠালে অদিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কংগ্রেস।
হুইপ অমান্য করে উত্তরপ্রদেশ বিধানসভার বিশেষ অধিবেশনে, রায়বেরিলির বিধায়ককে শোকজ কংগ্রেসের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Oct 2019 07:40 PM (IST)
২ অক্টোবর কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে দলের মহাত্মা গাঁধীর ১৫০তম জন্মবার্ষিকী পালন কর্মসূচির অনুষ্ঠানে গরহাজির ছিলেন অদিতি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -