প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল। শুক্রবার সকাল সাড়ে ৬ টা নাগাদ লাতুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। লাতুর লোকসভা থেকে ৭ বার জয়ী হন তিনি। ২০০৪ সালে লোকসভা নির্বাচনে পরাজয়ের পর রাজ্যসভা থেকে নির্বাচিত হয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হন। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। তবে ২০০৮ সালের মুম্বইয়ে ২৬/১১-র হামলার পর নিরাপত্তা সংক্রান্ত ব্যর্থতার নৈতিক দায় নিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শিবরাজ। সে-সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ।
বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, 'শ্রী শিবরাজ পাতিলজির মৃত্যুতে আমি শোকাহত। তিনি একজন অভিজ্ঞ নেতা ছিলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, মহারাষ্ট্র বিধানসভার স্পিকার এবং লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমাজ কল্যাণে অবদান রাখতে সদা সর্বদা উৎসাহী ছিলেন। গত কয়েক বছর ধরে তাঁর সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে, এমনকী কয়েক মাস আগে তিনি আমার বাসভবনে এসেছিলেন। এই দুঃখের মুহূর্তে তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।'