নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন প্রবীণ কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদীর ছেলে সমীর দ্বিবেদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বই তাঁর অনুপ্রেরণা বলে জানিয়েছেন সমীর। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহের উপস্থিতিতে শাসক দলের খাতায় নাম লিখিয়ে সমীর শাহিনবাগের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী অবস্থান, জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) নিয়েও সরব হয়েছেন। শাহিনবাগের প্রতিবাদ, কর্মসূচি নিয়ে তাঁর হুঁশিয়ারি, আগুন সর্বত্র ছড়িয়ে পড়ার আগেই সবাইকে একজোট হতে হবে।
বিজেপি সদর দপ্তরে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে সামিল হয়ে তিনি সাংবাদিকদের বলেন, এই প্রথম কোনও রাজনৈতিক দলে যোগ দিলাম। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে অরাজনৈতিক লোকজনের রাজনীচতিতে পা রাখা উচিত। ভাল, শিক্ষিত মানুষের রাজনীতিতে যোগদান করা দরকার। বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে তিনি সওয়াল করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এমন অনেক কিছুই হয়েছে যা আগে সম্ভব ছিল না। এর উদাহরণ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক বাতিল ও সংশোধিত নাগরিকত্ব আইন।
মাসখানেকের বেশি শাহিনবাগে সিএএর বিরুদ্ধে মহিলা, শিশুদের যে বিক্ষোভ অবস্থান চলছে, তার তীব্র নিন্দা করে সমীর প্রশ্ন তোলেন, শাহিনবাগে যারা বিক্ষোভ দেখাচ্ছে, তার সেই একই লোকজন যারা ১৯৬২ সালে চিনকে ধন্য ধন্য করেছিল। এখন আমরা প্রধানমন্ত্রী মোদিজির সমর্থনে এগিয়ে না এলে আজ যে আগুন ছড়াচ্ছে, তা নিয়ন্ত্রণে আনা যাবে না। তিনি আরও বলেন, শাহিনবাগে প্রতিবাদে বসা মুসলিম মহিলাদের শুধু একটা কথাই জিজ্ঞাসা করতে চাই, প্রধানমন্ত্রী মোদির আগেআর কেউ তিন তালাক বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন কি? তিন তালাক প্রথা খতম করলেন যিনি, তিনি কী করে আপনাদের নাগরিকত্ব কেড়ে নিতে পারেন?
শাহিনবাগের মতো আন্দোলনের আড়ালে বাম দলগুলি হিংসার প্রচার করছে বলেও অভিযোগ করেন সমীর। বলেন, যে দলগুলি নাগরিকত্ব আইনের প্রতিবাদ করছে, তারা নিজেরাও জানে, এই আইনে কোনও অন্য়ায় নেই।
এদিকে ছেলের বিজেপিতে যোগদানের ব্যাপারে তাঁর কিছুই জানা নেই, বলেছেন জনার্দন, যিনি কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, ছেলে বিজেপিতে যোগ দিয়ে থাকলে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। আমার কিছু জানা নেই এ ব্যাপারে।
সমীর প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল। ২০০৮-এ ভারতীয় সেনাবাহিনী থেকে স্বেচ্ছাবসর নেন তিনি। জম্মু ও কাশ্মীর, অসম, অরুণাচল প্রদেশ সহ নানা স্থানে দায়িত্ব পালন করেছেন তিনি।
বিজেপিতে প্রবীণ কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদীর ছেলে, আগুন সর্বত্র ছড়িয়ে পড়ার আগেই সবাইকে একজোট হতে হবে, শাহিনবাগ নিয়ে হুঁশিয়ারি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2020 07:03 PM (IST)
বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে তিনি সওয়াল করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এমন অনেক কিছুই হয়েছে যা আগে সম্ভব ছিল না। এর উদাহরণ সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক বাতিল ও সংশোধিত নাগরিকত্ব আইন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -