নয়াদিল্লি : মহারাষ্ট্রে বিশাল সাফল্য BJP নেতৃত্বাধীন মহায়ূতি জোটের। বিজেপি, শিবসেনা (একনাথ শিণ্ডে গোষ্ঠী) ও এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী)-র কাছে কার্যত ধুয়েমুছে গেল কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের NCP-র জোট মহাবিকাশ আঘাড়ী। এই পরিস্থিতিতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিল কংগ্রেস। কংগ্রেস নেতা পবন খেরা সাংবাদিক বৈঠকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান, 'যে দেশে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, সেখানে কি আমরা মেশিনকে অন্ধভাবে বিশ্বাস করতে পারি ?'


তিনি বলেন, "মোদিজির নামে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে লড়াই করে হেরেছিল বিজেপি। সেই একই রাজ্য ৪-৫ মাসের ব্যবধানে বিজেপিকে ১৪৮টির মধ্যে ১৩২টি আসন দিল। এটা কী ধরনের স্ট্রাইক রেট ? এই স্ট্রাইক রেট কি সম্ভব ? গণতন্ত্র নিয়ে আমরা ভাবিত। নির্বাচনী স্বচ্ছতা নিয়ে আমরা ভাবিত। বিজেপি কি প্রতিষ্ঠান-বিরোধিতা পাল্টে দিতে পারে ? আমরা ক্রমাগত অভিযোগ জানিয়ে গেছি। এক মহিলা বিজেপি নেত্রীর বাড়িতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নাম মুছে ফেলার অভিযোগ জানিয়েছিলেন জয়রাম রমেশ। মহাবিকাশ আঘাড়ীর সব নেতৃত্ব এনিয়ে অভিযোগ জানিয়েছিলেন। কোনও উত্তর মেলেনি। জিতি বা হারি...আমরা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে থাকব। যে দেশে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, সেখানে কি আমরা মেশিনকে অন্ধভাবে বিশ্বাস করতে পারি ? ঝাড়খণ্ডের  ফলাফল দেখিয়ে আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। এখনও পর্যন্ত, কবিতা ছাড়া, আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে কোনও যথার্থ উত্তর পাইনি।"