Rahul Gandhi: সাংসদপদ খুইয়ে হাতছাড়া ডিপ্লোম্যাটিক পাসপোর্টও, ‘সাধারণ নাগরিক’ হলেন রাহুল, তিন বছরের জন্য পেলেন পাসপোর্ট

Rahul Gandhi Passport: মোদি পদবী নিয়ে কটাক্ষের জেরে অপরাধমূলক মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল। সাংসদ হিসেবে যে বিশেষ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল রাহুলের, সেটিও সমর্পণ করতে হয় তাঁকে।

Continues below advertisement

নয়াদিল্লি: সাংসদ হিসেবে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল তাঁর। মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সমর্পণ করতে হয়েছে তা। ভারতের সাধারণ নাগরিক হিসেবে এবার তিন বছরের জন্য পাসপোর্ট পেলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। শুক্রবার দিল্লি কোর্ট তাঁর এই পাসপোর্টের আবেদন মঞ্জুর করেছে। যদিও ১০ বছরের জন্য পাসপোর্ট চেয়ে আবেদন করেছিলেন রাহুল। মিলেছে তিন বছরের জন্য (Rahul Gandhi Passport)।

Continues below advertisement

মোদি পদবী নিয়ে কটাক্ষের জেরে অপরাধমূলক মানহানি মামলায় (Defamation Case) দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল। তার জেরে চলে গিয়েছে তাঁর সাংসদপদ। হাতছাড়া হয়েছে সাংসদের জন্য বরাদ্দ বাসভবনও। একই সঙ্গে সাংসদ হিসেবে যে বিশেষ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল রাহুলের, সেটিও সমর্পণ করতে হয় তাঁকে। তার পর দেশের সাধারণ নাগরিক হিসেবেই পাসপোর্টের জন্য আবেদন জানান রাহুল। 

কিন্তু তাতে নো অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন ছিল। তার জন্য দিল্লির একটি আদালতের দ্বারস্থ হন রাহুল। আদালতে রাহুলের এই আবেদনের বিরোধিতা করেন প্রবীণ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি ছিল, ন্যাশনাল হেরাল্ড মামলাতেও নাম রয়েছে রাহুলের। তিনি বিদেশে গেলে তদন্তে তার প্রভাব পড়বে বলে দাবি করেন স্বামী। শুধু তাই নয়, রাহুলের ব্রিটেনের নাগরিকত্বও ছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: New Parliament Building:ত্রিপুরা থেকে গুজরাত, নানা রাজ্যের উপকরণে সেজেছে নয়া সংসদ ভবন

যদিও আদালতে ধোপে টেকেনি স্বামীর এই দাবি। বরং আদালত জানায়, ২০১৮ সাল থেকে মামলাটি ঝুলে রয়েছে। তার পরও একাধিক বার বিদেশ গিয়েছেন রাহুল। উনি দেশ ছেড়ে পালাতে পারেন বা গা ঢাকা দিতে পারেন, এমন আশঙ্কাও নেই। ভ্রমণের অধিকারও নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে বলে জানিয়ে দেয় আদালত। 

যদিও রাহুলকে ১০ বছরের জন্য পাসপোর্ট দিতে রাজি হননি অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বৈভব মেহতা। তিনি বলেন, "এটি একটি বিশেষ মামলা। ১০ বছরের জন্য পাসপোর্ট দেওয়া হবে না।" শেষ মেশ তিন বছরের জন্য রাহুলকে পাসপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। 

আমেরিকা যাওয়ার জন্যই পাসপোর্টের আবেদন করেছিলেন রাহুল। আগামী ৩০ মে ক্যালিফোর্নিয়ায় প্রবাসী বাঙালিদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। সেই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে, 'মহব্বত কি দুকান', 'ভারত জোড়ো যাত্রা'র সময় এই শব্দবন্ধ শোনা গিয়েছিল রাহুলের মুখে। বিজেপি-র ঘৃণার রাজনীতির মোকাবিলা করতে ভালবাসাকেই ভরসা করেন বলে মন্তব্য করেছিলেন।  তার পর সান ফ্রান্সিসকো এবং নিউইয়র্কও যাবেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতাও করবেন। 

Continues below advertisement
Sponsored Links by Taboola