মুজাফফরপুর (বিহার) : গতকাল 'তেজস্বী প্রাণ' বা ভোটের ইস্তাহার প্রকাশ করেছে I.N.D.I.A ব্লক। তাতে প্রতিটি পরিবারে একজনের সরকারি চাকরি, মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে ভাতা-সহ বিভিন্ন নজরকাড়া আশ্বাস দেওয়া হয়েছে। আর আসন্ন বিহার বিধানসভা ভোট উপলক্ষে এবার জোরদার প্রচার শুরু করে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। RJD নেতা এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে এদিন মুজাফফরপুরে প্রচার শুরু করেন রাহুল। সেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, "আপনার ভোটের পরিবর্তে যদি নরেন্দ্র মোদিকে নাচতে বলেন, উনি মঞ্চে নাচবেন।" 

Continues below advertisement

বিহারিদের সবথেকে বড় উৎসব ছটপুজোর প্রসঙ্গ টেনে দ্বিচারিতার অভিযোগও তোলেন রাহুল। যেখানে দিল্লিতে যুমনায় দূষিত জলে ভক্তরা প্রার্থনা করছেন, সেখানে প্রধানমন্ত্রী "বিশেষভাবে তৈরি" পুকুরে স্নান করছেন বলে নিশানা শানান। রাহুলের কথায়, "নরেন্দ্র মোদি তাঁর স্যুইমিং পুলে স্নান করতে গিয়েছিলেন। যমুনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ছটপুজোর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তিনি কেবল আপনার ভোট চান।" ২০ বছর ধরে বিহারে রাজত্ব করার পরেও নীতীশ কুমার অনগ্রসর শ্রেণির জন্য কিছু করেননি বলেও অভিযোগ তোলেন কংগ্রেস নেতা।

রাহুলের বক্তব্য, "নীতিশজির মুখ ব্যবহার করা হচ্ছে। রিমোট কন্ট্রোল বিজেপির হাতে। আপনার ভাবা উচিত নয় যে সেখানে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর শোনা হচ্ছে। [বিজেপি] তাদের হাতে রিমোট কন্ট্রোল আছে এবং সামাজিক ন্যায়বিচারের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।" Bihar Assembly Election

Continues below advertisement

প্রসঙ্গত, বিহারে বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের ‘মহাজোটে’ মতানৈক্যের খবর সামনে আসছিল। সেই জট কাটিয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে I.N.D.I.A. শিবির। লালুপ্রসাদ যাদবের ছেলে, রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদবকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়। বিরোধী জোটের তরফে এই ঘোষণা হয়। কংগ্রেসের বর্ষীয়ান নেতা অশোক গহলৌতের উপস্থিতিতে, যৌথ সাংবাদিক বৈঠকে তেজস্বীর নাম ঘোষণা করা হয়। গহলৌত জানান, তেজস্বী  ‘যুবনেতা’, ‘নিবেদিত’। তাই তাঁকেই বেছে নেওয়া হয়েছে। গতকাল নির্বাচনী ইস্তাহারে একের পর এক চমক দেয় মহাগঠবন্ধন। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে বাজিমাত করতে 'তেজস্বী প্রাণ' বা তেজস্বীর শপথ প্রকাশ করে বিরোধী শিবির। ইস্তাহারে একাধিক নজরকাড়া প্রতিশ্রুতি দেয় মহাগঠবন্ধন। এরমধ্যে রয়েছে- প্রতিটি পরিবারে একজনের সরকারি চাকরি, মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে ভাতা এবং প্রত্যেক বাড়িতে বিনামূল্যে ২০০ ইউনিট করে বিদ্যুৎ। I.N.D.I.A ব্লকের এই সংকল্প পত্র ২০২৫-এর স্লোগান রাখা হয়েছে, "সম্পূর্ণ বিহারের, সম্পূর্ণ পরিবর্তন- তেজস্বী প্রতিজ্ঞা, তেজস্বী প্রাণ।" কর্মসংস্থান, জনকল্যাণ থেকে প্রশাসনিক সংস্কার- জোটের ইস্তাহারে বিভিন্ন এজেন্ডা রয়েছে।