নয়াদিল্লি : একটা কর্মসূচি। যাকে কেন্দ্র করে সাফল্যের স্বাদ-আস্বাদন। 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra)। কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিশাল সাফল্যের পেছনে রাহুল গাঁধীর (Rahul Gandhi) এই পদযাত্রা যে বড় অনুঘটকের কাজ করেছে তা একবাক্যে স্বীকার করে নিয়েছে রাজনৈতিক মহল। নতুন করে পালে হাওয়া লেগেছে কংগ্রেসের। বিরোধী রাজনৈতিক শিবিরেও পুনরায় দাপট বেড়েছে কংগ্রেসের, অন্তত এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের। এই আবহে লোকসভা ভোটের আগে ফের একবার 'ভারত জোড়ো যাত্রা' করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। দ্বিতীয় দফার এই কর্মসূচি শুরুও হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য থেকে। গুজরাত থেকে শুরু হয়ে উত্তর-পূর্বের রাজ্য মেঘালয় পর্যন্ত চলবে পদযাত্রা। সাংবাদিক বৈঠকে একথা জানান মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে। তিনি বলেন, 'এইসব রাজ্যে দলীয় নেতারাও একইভাবে পদযাত্রায় সামিল হবেন।'


'ভারত জোড়া যাত্রা'র প্রথম দফায় রাহুল প্রায় ৪ হাজার কিলোমিটার পদযাত্রা করেছিলেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ছিল তার ব্যাপ্তি। গত বছর ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয় সেই কর্মসূচি। এবছর ৩০ জানুয়ারি শ্রীনগরে গিয়ে তা শেষ হয়। এই সময়কালের মধ্যে রাহুল ১২টি রাজ্য, ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৩ হাজার ৯৭০ কিলোমিটার অতিক্রম করেন। ১৩০ দিনের বেশি পদযাত্রা শেষে সাময়িক বিরতি। আবার নতুন করে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পদযাত্রা করতে চলেছেন কংগ্রেস নেতা। তবে, নতুন রুট নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। কবে থেকে তা শুরু হবে তাও সামনে আসেনি।


আগের দিনই গুজরাত কংগ্রেসের তরফে রাহুল গাঁধীকে আমন্ত্রণ জানানো হয় যাতে তিনি দ্বিতীয় দফার 'ভারত জোড়ো যাত্রা' গুজরাত থেকে শুরু করেন। সংবাদ সংস্থা PTI-কে গুজরাতের বিরোধী দলনেতা অমিত চাবড়া বলেন, 'আমরা রাহুল গাঁধীকে দ্বিতীয় দফার ভারত জোড়া যাত্রা গুজরাত থেকে শুরু করার আমন্ত্রণ জানিয়েছি। কারণ, এই গুজরাত মহাত্মা গাঁধী ও সর্দার প্যাটেলের জন্মভূমি। তাই দ্বিতীয় দফা এখান থেকেই শুরু হওয়া উচিত।' তাঁর সংযোজন, 'দ্বিতীয় দফায় পূর্ব থেকে পশ্চিম প্রান্তের রাজ্যগুলিতে হবে পদযাত্রা। আগের দফায় যা দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত হয়েছিল।' প্রসঙ্গত, 'মোদি পদবি' মামলায় সম্প্রতি স্বস্তি পেয়েছেন রাহুল। সুরাট আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে পুনরায় সাংসদ পদ ফিরে পেয়েছেন কংগ্রেস নেতা। শুধু তা-ই নয়, ১২ তুঘলক লেনের সরকারি বাংলোও তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।