নয়া দিল্লি: শনিবার ভারতজুড়ে দুই দিনের তল্লাশি অভিযানের পর কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্র কে সিকিম থেকে একটি অবৈধ বাজির চক্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অনলাইন বেটিং চক্র চালানোর অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হলেন কর্নাটকের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্র।                                                                   

তদন্তে দুবাইতে আন্তর্জাতিক ক্যাসিনো এবং গেমিং কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। শনিবার সিকিমের অনলাইন ও অফলাইন জুয়া মামলায় আর্থিক তছরূপের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। শুক্রবার এই মামলায় দেশের একাধিক রাজ্যের ৩১টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ১২ কোটি টাকা নগদ, ৬ কোটির সোনা ও প্রায় ১০ কেজি রুপো বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তকারী সংস্থার মতে, কংগ্রেস বিধায়ক 'কিং৫৬৭' এবং 'রাজা৫৬৭'-এর মতো একাধিক বেটিং ওয়েবসাইট চালাতেন, অন্যদিকে তার ভাই কেসি থিপ্পেস্বামী দুবাই-ভিত্তিক তিনটি চ্যানেল পরিচালনা করতেন যা কল সেন্টার পরিষেবা এবং গেমিং কার্যক্রমের সাথে যুক্ত ছিল। তদন্তকারীরা এমজিএম, বেলাজিও, মেট্রোপলিটন, মেরিনা এবং ক্যাসিনো জুয়েল থেকে একাধিক আন্তর্জাতিক ক্যাসিনো সদস্যপদ কার্ড, তাজ, হায়াত এবং দ্য লীলার বিলাসবহুল হোটেল সদস্যপদ এবং বেশ কয়েকটি হাইভ্যালু ক্রেডিট এবং ডেবিট কার্ডও উদ্ধার করেছেন।

ইডির তরফে জানানো হয়েছে, শনিবার চিত্রদুর্গের ৫০ বছর বয়সি বিধায়ককে গ্রেপ্তারের পর সিকিমের রাজধানী গ্যাংটকের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। কেন্দ্রীয় সংস্থা বীরেন্দ্রর ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ২টি লকার বাজেয়াপ্ত করেছে। বীরেন্দ্র ছাড়াও তাঁর ভাই কেসি নাগরাজ ও ছেলে পৃথ্বী এন রাজের বাড়ি থেকেও এসব নগদ-গয়না উদ্ধার হয়েছে। এগুলি থেকে কল সেন্টারের মতো গেমিং ব্যবসা চালানো হতো বলে ইডির সন্দেহ।               

তল্লাশিতে ইডি ১২ কোটি নগদ টাকা, ৬ কোটি টাকার গয়না এবং ১ কোটি টাকার বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছে। এছাড়াও চারটি বহুমূল্যের গাড়ি মিলেছে তাঁর কাছ থেকে। কেসি বীরেন্দ্র কর্নাটকের চিত্রদুর্গা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক। বিখ্যাত পাপ্পিস ক্যাসিনো সহ গোয়ায় তাঁর বেনামে অন্তত পাঁচটি ক্যাসিনো রয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।