কলকাতা: আসন রফা নিয়ে জল্পনার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) চ্যালেঞ্জ কংগ্রেস সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। বহরমপুর, মালদায় কংগ্রেসকে (Congress) হারানোর জন্য তৃণমূলকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়েছেন অধীর।

Continues below advertisement

কী বলেছেন তিনি?কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, 'পশ্চিমবঙ্গে কংগ্রেসের হারানোর কিছু নেই। বহরমপুর, মালদায় কংগ্রেসকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব।' বহরমপুরে খোদ মমতা বন্দ্য়োপাধ্যায়কে লড়ার জন্য চ্যালেঞ্জ ছুড়েছেন অধীর চৌধুরী। তাঁর চ্যালেঞ্জ, 'আপনি নিজে লড়ুন বহরমপুরে, কত ক্ষমতা আছে দেখব। তৃণমূলকে হারিয়ে পরপর দুবার বহরমপুর, মালদায় জিতেছে কংগ্রেস।'

তৃণমূল কী চায়, সেটাও খোলসা করেছেন তিনি। তাঁর দাবি, 'বাংলায় দুটি আসন দিয়ে অসম, মেঘালয়, গোয়ায় আসন নিতে চায় তৃণমূল। আপনার দয়া-দাক্ষিণ্য নিয়ে কংগ্রেস লড়বে না বাংলায়। বাঁচতে গেলে কংগ্রেসকে আপনার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়।'

Continues below advertisement

I.N.D.I.A. জোট নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে বারবার আলোচনা হলেও বাংলায় জোটের আলোচনা বারবার হোঁচট খেয়েছে। বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে সিপিএম ও তৃণমূল কাছাকাছি আসা অসম্ভব। তা দুই দলের তরফেই স্পষ্ট করা হয়েছে। কংগ্রেস কার সঙ্গে যাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর, এর আগে কংগ্রেসের মিটিংয়ে দেখা গিয়েছে রাজ্যে তৃণমূলের সঙ্গে জোটে আগ্রহী নন প্রায় কোনও নেতাই। এই পরিস্থিতিতে রাজ্যে তৃণমূলের সঙ্গে কংগ্রেস যাবে কিনা সেই সিদ্ধান্ত হাইকমান্ডের উপরেই চাপিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। 

সম্প্রতি মালদা (Malda South) দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী দাবি করেছিলেন,  'কাগজপত্রে যা দেখছি যে, চিফ মিনিস্টার পশ্চিম বাংলার, উনি দুটো সিট বহরমপুর ও দক্ষিণ মালদা দিয়েছেন আমাদের।' তখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছিলেনন, 'উনি (আবু হাসেম খান চৌধুরী) আলাদাভাবে কথা বলতেই পারেন। আমার এসম্পর্কে কিছু জানা নেই ফলে কিছুই বলার নেই।' ২০১৯-এর লোকসভা ভোটে এরাজ্যের ৪২টি আসনের মধ্যে দু'টি আসনে জয়ী হয় কংগ্রেস। মালদা দক্ষিণে জেতেন আবু হাসেম খান চৌধুরী।

তারপর এদিন অধীরের মুখে উঠে এলে সেই দুটি আসনের কথা। পশ্চিমবঙ্গে (West Bengal) দুটি আসন ছেড়ে দেওয়ার বদলে তৃণমূল অন্য রাজ্যে আসন চায় সেটাও দাবি করেছেন অধীর চৌধুরী।  

আরও পড়ুন: বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারীর অফিসে 'ভাঙচুর', আঙুল যুব তৃণমূলের রাজ্য সম্পাদকের দিকে