নয়াদিল্লি: বছর ঘুরলে লোকসভা নির্বাচন (General Election 2024)। তার আগে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনকে সেমি-ফাইনাল হিসেবে দেখছে রাজনৈতিক মহল। এর মধ্যে রবিবার, কেদারনাথ মন্দিরে দর্শন (Rahul Gandhi At Kedarnath) ও পুজো করে তিন দিনের উত্তরাখণ্ড (Uttarakhand News) সফর শুরু করলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। ঘটনাচক্রে এদিনই আবার ছত্তিসগঢ়ের রাজনন্দগাঁওয়ে মা বামলেশ্বরী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


মন্দির ও রাজনীতি....
রবিবার কেদারনাথ মন্দিরে পুজো দিয়ে উত্তরাখণ্ডের সফর শুরু করেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ। পরে ফেসবুক পেজে সে কথা জানিয়ে পোস্টও দেন রাহুল। রবিবার সকালে প্রথমে দেহরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দরে পৌঁছন রাহুল। তার পর, প্রাইভেট হেলিকপ্টারে করে কেদারনাথ মন্দিরে চলে যান। মন্দিরের পুরোহিত ও স্থানীয় কংগ্রেস কর্মীরা রাহুলকে সেখানে অভ্যর্থনা জানান। পরে কংগ্রেস সাংসদ ফেসবুক পেজে লিখেছেন, 'উত্তরাখণ্ডে কেদারনাথ ধামে গিয়েছিলাম। দর্শন করেছি। পুজোও দিলাম। হর হর মহাদেব।' সন্ধের দিকে মন্দিরের আরতি-তেও যোগ দিতে দেখা যায় রাহুলকে। পুণ্যার্থীদের 'চা'-এর 'সেবা'-ও করেন ওয়েনাড়ের সাংসদ। সূত্রের খবর, আপাতত তিন দিন থাকার কথা ওয়েনাড়ের সাংসদের। আজ রাতেও কেদারনাথের মন্দিরের 'সেবায়' যোগ দেওয়ার কথা তাঁর।


বিশদ...
কংগ্রেস সূত্রে খবর, প্রাক্তন কংগ্রেস সভাপতির 'ভারত জোড়ো' যাত্রারই অংশ এই উত্তরাখণ্ড সফর।  এর আগে অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন রাহুল। 'কৈলাস যাত্রা'-ও করেছেন। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে চুটিয়ে প্রচার করেছেন রাহুল। শনিবারও ছত্তিসগঢ়ে একটি নির্বাচনী সভা ছিল তাঁর। এর পরই চলে আসেন উত্তরাখণ্ডে। রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, 'ভারত জোড়ো' যাত্রার সুফল টের পেয়েছে কংগ্রেস। সেই ফলাফলের পুনরাবৃত্তি ঘটাতেই কি লোকসভা ভোটের আগে, সময় থাকতে মন্দির-দর্শনের কৌশল? ২০১৯ সালের ভোটের আগেও 'মন্দির-রাজনীতি' নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল দেশের নানা প্রান্তে। প্রচারের একেবারে শেষ পর্যায়ে নিজের লোকসভা কেন্দ্র ওয়েনাড়েরই তিরুনেল্লি মন্দিরে পুজো দিতে এসেছিলেন রাহুল, যার পর তুঙ্গে ওঠে জল্পনা। রাজনৈতিক মহলের আলোচনা শুরু হয়, তা হলে কি এভাবেই বিজেপির প্রচার তথা আক্রমণের ধার ভোঁতা করতে চাইছে কংগ্রেস? প্রসঙ্গত, ভারতের চার ধামের অন্যতম বিখ্যাত কেদারনাথ। এ দেশে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে, তারও অন্যতম এটি। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মুখে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর সফর ঘিরে সেখানে তো বটেই, গোটা দেশেই নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। 


আরও পড়ুন:কজোড়া জুতো জানতে চান চেয়ারম্যান? নীতি কমিটির চেয়ারম্যানকে নিশানা মহুয়ার, পাল্টা নিশিকান্ত