নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের শ্বেতপত্র প্রকাশের পাল্টা এবার কৃষ্ণপত্র প্রকাশ করতে চলেছে কংগ্রেস (Congress)। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, গত এক দশকের অর্থাৎ মোদি সরকারের আর্থিক অনিয়মের (Black Paper Against Narendra Modi) কথা উল্লেখ করা হতে পারে সেখানে। এই কৃষ্ণপত্র প্রকাশ করতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।
শ্বেতপত্রের পাল্টা কৃষ্ণপত্র প্রকাশ করবে কংগ্রেস: সংসদের বাজেট অধিবেশনের মেয়াদ এক দিন বাড়ানো হয়েছে। আগামীকালের পরিবর্তে অধিবেশন শেষ হবে শনিবার। বর্ধিত অধিবেশনে ১০ বছরের UPA সরকারের আমলে আর্থিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন, কংগ্রেস শাসন পর্ব অর্থাৎ UPA সরকারের আমলে আর্থিক অনিয়ম সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশ করা হবে। এরপর মোদি জমানায় কীভাবে সেই অবস্থার পরিবর্তন হয়েছে তাও উল্লেখ করা হবে ওই শ্বেতপত্রে। আর যার পাল্টা ১০ বছরের মোদি জমানা নিয়ে কৃষ্ণপত্র প্রকাশ করতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।
গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ পর্বে অর্থমন্ত্রী বলেন, "সংশ্লিষ্ট বছরগুলি খরা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। সব দিক থেকে উন্নয়ন সহ আর্থিক দিক থেকে দীর্ঘমেয়াদি উন্নতির পথও খুলে গিয়েছে। ২০১৪ সালে আমরা কোথায় ছিলাম আর এখন কোথায় রয়েছি তা স্পষ্ট হয়েছে। সংশ্লিষ্ট বছরগুলি অব্যবস্থাপনা থেকে শিক্ষা নিয়েছি আমরা।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: পাখির চোখ লোকসভা ভোট, কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়া সেরে ফেলতে তৎপর CPM