বেঙ্গালুরু : জ্বর নিয়ে বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এমএস রামাইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সেখানকার চিকিৎসকরা তাঁর পরিস্থিতি খতিয়ে দেখছেন। খবর অনুযায়ী, ক্রমাগত জ্বর থাকায় মঙ্গলবার রাতের দিকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয় খাড়গে-কে। তাঁর শারীরিক দিক খতিয়ে দেখার জন্য সঙ্গে সঙ্গে একগুচ্ছ পরীক্ষা করে মেডিক্যাল দল। চিকিৎসকরা বলছেন, এই মুহূর্তে ভয়ের কোনও কারণ নেই। তবে যতক্ষণ না তাঁর পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে ততক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। তাঁর জ্বরের উৎস জানতে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। শীঘ্রই এ সংক্রান্ত রিপোর্ট সামনে আসবে বলা জানা গেছে।
এদিকে দলীয় সভাপতির শারীরিক অবস্থার খবর সামনে আসতেই কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন দলের অন্য সিনিয়র নেতারা। বিভিন্ন দলের নেতৃত্ব সোশাল মিডিয়ায় তাঁর আরোগ্য কামনা করেছেন। কেউ কেউ খাড়গের জনসেবায় দীর্ঘ রেকর্ড সহ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর মর্যাদা তুলে ধরেছেন।
৮৩ বছর বয়স খাগড়ের। কংগ্রেসের বর্ষীয়ান নেতা। AICC-র সভাপতি হিসাবে ২০২২-এর অক্টোবর থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। একাধিক নির্বাচনী লড়াইয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দলের জাতীয় কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তবে, ঠাসা রাজনৈতিক কর্মসূচির কারণে তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা উদ্বেগের কারণে হয়ে উঠেছে।
গত লোকসভা নির্বাচনে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের (Mallikarjun Kharge) নাম প্রস্তাব করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছিলেন, "আমি খড়্গেজির নাম প্রস্তাব করেছি। অরবিন্দ কেজরিওয়াল আমাকে সমর্থন করেছেন। বিরোধী জোটের মুখ তো চাই! কে মুখ হবেন, তা জানতে চান প্রত্যেকেই। তাই খড়্গেজির নাম প্রস্তাব করি আমি। উনি মুখ হলে ঠিকই আছে, কারও আপত্তি নেই তাতে।"
প্রসঙ্গত, প্রায় আড়াই দশক পরে ২০২২ সালে কংগ্রেসের ব্যাটন যায় গাঁধী পরিবারের বাইরের কারও হাতে। সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং সাংসদ মল্লিকার্জুন খাড়গে। শশী তারুরকে বিপুল ভোটে হারিয়ে সভাপতি পদে নির্বাচিত হন তিনি। ৭০০০ -এরও বেশি ভোট পান মল্লিকার্জুন খাড়গে। নির্বাচনের ফলপ্রকাশের পরেই টুইট করেন কংগ্রেস সাংসদ শশী তারুর। কংগ্রেসের সভাপতি পদে বসা অত্যন্ত সম্মানের এবং বিশাল দায়িত্বের। সভাপতি নির্বাচিত হওয়ার জন্য মল্লিকার্জুন খাড়গেকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন তিনি।