চেন্নাই : চেন্নাইয়ের উপকণ্ঠে এন্নোর সুপারক্রিটিক্যাল পাওয়ার স্টেশনে নির্মীয়মাণ কয়লা হ্যান্ডলিং এনক্লোজার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। উৎসবের মরশুমে প্রাণ চলে গেল অসমের ৯ পরিযায়ী শ্রমিকের। Special Economic Zone চত্বরের ভিতরে দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর পাশাপাশি দুর্ঘটনায় এক কর্মী গুরুতর আহতও হয়েছেন। তাঁর চিকিৎসা চলেছে। দুর্ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত চেন্নাইয়ের স্ট্যানলি সরকারি হাসপাতালে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
রিপোর্ট অনুযায়ী, ৩০ ফুটের একটি তোরণ তৈরি করা হচ্ছিল। সেটিই ভেঙে যায়। তাতে আটকা পড়েন একাধিক পরিযায়ী শ্রমিক। এ প্রসঙ্গে তামিলনাড়ু বিদ্যুৎ বোর্ডের সচিব ও তামিলনাড়ু জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্পোরেশনের চেয়ারম্যান জে.রাধাকৃষ্ণণ বলেন, "এন্নোর তাপবিদ্যুৎ নির্মাণে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। সেখানে স্টিলের একটা তোরণ পড়ে ৯ জন মারা গেছেন। এই মানুষগুলি অসম ও আশপাশের এলাকা থেকে এসেছিলেন। একজন জখম হয়েছেন।"