কোঝিকোড়: রাজ্য় পুলিশের প্রশিক্ষণরত ট্রেনিদের মেনু থেকে বিফ বাদ পড়ার খবরের তীব্র প্রতিক্রিয়া কেরলে। কেরল প্রদেশ কংগ্রেস এ নিয়ে রাস্তায় নেমে একহাত নিয়েছে বাম জোট সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক কে প্রবীণ কুমার বলেছেন, এটা মুখ্যমন্ত্রীর আরএসএসের দিকে ঝুঁকে পড়ার স্পষ্ট লক্ষণ। উনি মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মোদির সঙ্গে দেখা করেন, এমনকী বিজেপির সঙ্গে বোঝাপড়া করে উনি লোকনাথ বেহরাকে ডিজিপি করেন। বেহরা মোদি ও অমিত শাহকে আগে গুজরাত দাঙ্গা মামলায় ক্লিনচিট দিয়েছিলেন। এখন বেহরা পিনারাইয়ের সম্মতিতেই সঙ্ঘের অ্যাজেন্ডা কার্যকর করছেন। কংগ্রেস পিনারাইয়ের দ্বিচারিতা ফাঁস করবে।
কেরল পুলিশের মেনু থেকে গোমাংস বাদ পড়ার অভিযোগ তুলে তাঁরা কোঝিকোড়ে মুক্কাম থানার সামনে বিফ কারি, রুটি খাওয়ান লোকজনকে।
যদিও কেরল পুলিশ দিনকয়েক আগে জানায়, নতুন ট্রেনিং পাওয়া পুলিশকর্মীদের খাবারের তালিকার বাইরে গোমাংসকে রাখার খবর ভিত্তিহীন। মেনু থেকে গোমাংস বাদ পড়েছে বলে মিডিয়ায় খবর বেরয়। তারপরই ওই ব্যাখ্যা দেয় কেরল পুলিশ। তাদের বিবৃতিতে বলা হয়, মেস কমিটির সিদ্ধান্ত অনুসারে পুলিশ অফিসার ও ট্রেনিদের জন্য স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। ট্রেনিরা যাতে ডায়েটের মাধ্যমে প্রয়োজনীয় এনার্জি পান, সেটা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
কেরলে ট্রেনি পুলিশের মেনু থেকে 'বাদ'! থানার সামনে বিফ কারি, রুটি বিলি করল কংগ্রেস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Feb 2020 09:17 PM (IST)
কেরল পুলিশ দিনকয়েক আগে জানায়, নতুন ট্রেনিং পাওয়া পুলিশকর্মীদের খাবারের তালিকার বাইরে গোমাংসকে রাখার খবর ভিত্তিহীন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -