বেঙ্গালুরু : আয়োজিত হল পুজোপাঠ। গোমূত্র থেকে গঙ্গাজল, ছেটানো হল সবই। গোটা কর্নাটক বিধানসভা (Karnataka State Assembly) চত্বরে 'শুদ্ধকরণ' চালানেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করে কর্নাটকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হাত শিবির। ফের একবার মুখ্যমন্ত্রীর মসনদে বসেছেন সিদ্দারামাইয়া। ডিকে শিবকুমার হয়েছেন উপমুখ্যমন্ত্রী।


বিধানসভা নির্বাচনে দুর্নীতিগ্রস্থ বিজেপি সরকারকে হারিয়ে ক্ষমতা দখলের পর নতুন কর্নাটক গড়ার লক্ষ্যে শুভ সূচনার জন্যই পুজোপাঠ ও গোমূত্র-গঙ্গাজল ছেটানো বলেই দাবি করেছেন কংগ্রেসের (Congress) কর্মী-সমর্থকরা। প্রসঙ্গত, সোমবার থেকে বুধবার পর্যন্ত আপাতত তিনদিনের জন্য নতুন সরকারের প্রথম অধিবেশনের ডাক দিয়েছেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে তিনি ও কংগ্রেসের বাকি মন্ত্রীরা শপথ নিয়েছেন কয়েকদিন আগেই। যে শপথগ্রহণ অনুষ্ঠানে থেকে আগামী বছর দেশের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী জোটের বার্তা নতুন করে সামনে উঠে এসেছে।


২২৪ আসনের কর্নাটক বিধানসভায় এবছর ১৩৫টিতে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। মাত্র ৬৬-তেই থেমে গেছে ক্ষমতায় থাকা বিজেপি। কাজে লাগেনি কোনও নরেন্দ্র মোদি (Narendra Modi) ম্যাজিক। মেরুকরণের চেষ্টাকে ব্যর্থ প্রমাণ করেছেন কর্নাটকবাসী। অন্যদিকে ১৯-এ নেমে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবগৌড়ার, JDS।


কর্নাটক বিধানসভা ভোটের প্রচারের শেষ পর্বে, হঠাৎই নরেন্দ্র মোদির মুখে মুখে বারবার শোনা যাচ্ছিল বজরংবলীর প্রসঙ্গ। কিন্তু শেষ অবধি ভোট যুদ্ধে বিজেপি কোনও বিশল্যকরণীর সন্ধান পায়নি। কট্টর হিন্দুত্ববাদের এজেন্ডাই মুখ থুবড়ে পড়ে কর্নাটকে। পাশাপাশি কর্নাটকে কংগ্রেসের কাছে আরও একটি অস্ত্রে কুপোকাত হল বিজেপি। তা ছিল দুর্নীতি ও ৪০ শতাংশ কাটমানির অভিযোগ। ক্ষমতায় আসার পরও শুদ্ধকরণের সময় সেই দুর্নীতি-মুক্ত কর্নাটক গড়ার দাবিই উঠে এল হাত শিবিরের কর্মী-সমর্থকদের মুখে।






আরও পড়ুন- ৩০ সেপ্টেম্বরের পরেও বৈধ ২০০০-এর নোট, নাগরিকদের জন্য নতুন বার্তা রিজার্ভ ব্যাঙ্কের


বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধর্মীয় বিষয়কে জড়িয়ে নানা ঘটনার সাক্ষী থেকেছে কর্নাটক। কখনও এসেছিল হিজাব বিতর্ক। কখনও হালাল। তাই সেই প্রেক্ষাপটেই নির্বাচনী ইস্তেহারে বজরং দলের মতো কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন এবং পিএফআইয়ের মতো কট্টরপন্থী ইসলামিক মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল কংগ্রেস।


আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে