নয়াদিল্লি: ফের বিতর্কে জড়ালেন কৌতুক শিল্পী কুণাল কামরা। এবার তাঁর পরনের টি-শার্ট ঘিরে বিতর্ক। বিজেপি-র অভিভাবক সংস্থা, রাষ্ট্রীয় স্বয়মসেবক সঙ্ঘকে (RSS) তিনি অপমান করেছেন বলে অভিযোগ। সেই নিয়ে কুণালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। (Kunal Kamra T-shirt Controversy)
মঙ্গলবার কুণালকে হুঁশিয়ারি দেন বিজেপি-র সিনিয়র নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে। কুণাল অনলাইন যে ‘আপত্তিকর’ পোস্ট করছেন, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে জানান। চন্দ্রশেখর বলেন, “এই ধরনের আপত্তিকর জিনিস পোস্ট করলে, পুলিশ পদক্ষেপ করবে, সে যে-ই হোক না কেন।” (Kunal Kamra News)
সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেন কুণাল। ছবিতে তাঁর পরিহিত টি-শার্টটি নজর কাড়ে সকলের। টি-শার্টের উপর বড় হরফে লেখা ছিল PSS. তবে ওই লেখার উপর একটি কুকুরের ছবিও আঁকা ছিল। যদিও বিজেপি-র দাবি টি-শার্টে RSS-কেই অপমান করা হয়েছে।
ওই টি-শার্টে কুকুরের ছবিটি এমন ভাবে আঁকা ছিল, যা দেখে মনে হয়, PSS লেখার উপর প্রস্রাব করছে কুকুরটি। ছবিটি পোস্ট করে কুণাল লেখেন, ‘কোনও কমেডি ক্লাবে ছবিটি তোলা হয়নি’। তাঁর ওই পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মহারাষ্ট্রে শিবসেনার (একনাথ শিন্ডে) মন্ত্রী সঞ্জয় শিরসত। মহারাষ্ট্রে বিজেপি-র জোট সরকারে শামিল তিনি। তিনি জানান, কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। অতীতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, “আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, একনাথ শিন্ডেকে নিশানা করেছে ও। কত সাহস যে এখন RSS-কে আক্রমণ করছে। আমরা তখনই বুঝিয়ে দিয়েছিলাম। এখন আবার RSS-কে নিয়ে আপত্তিকর পোস্ট করছে।”
চলতি বছরের মার্চ মাসে কুণালকে ঘিরে বিতর্ক চরমে ওঠে। কারণ অনুষ্ঠান চলাকালীন সরাসরি শিন্ডেকে ব্যঙ্ক করেন তিনি। রাজনৈতিক কেরিয়ার নিয়ে কটাক্ষ ছুড়ে দেন। কুণাল যদিও সরাসরি নাম নেননি, তবে গানের আকারে যে কটাক্ষ ছুড়ে দেন তিনি, তাতেই চটে যায় শিবসেনা (শিন্ডে). যে হ্যাবিট্যাট কমেডি ক্লাবে পারফর্ম করেন কুণাল, সেটি ভাঙচুর করা হয়। এখন আবার কুণালের টি-শার্ট নিয়ে বিতর্ক।