কলকাতা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO’র ওয়েবসাইটে থাকা ভারতের ম্যাপ নিয়ে বিতর্ক। প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)। ফেসবুকে এ’নিয়ে পোস্ট করেছেন উত্তরপ্রদেশের রায়বরেলি AIIMS’র এক বাঙালি চিকিৎসকও।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO’র ওয়েবসাইটে থাকা ভারতের মানচিত্র নিয়ে বাধল বিতর্ক। বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। ট্যুইটার হ্যান্ডলে WHO-র ওয়েবসাইটে থাকা মানচিত্রের ছবি পোস্ট করে, তাতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দফতরকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি।






কোনও দেশের কোভিড সংক্রান্ত তথ্য জানতে গেলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে, নির্দিষ্ট দেশের মানচিত্রে ক্লিক করলেই, সেই দেশের কোভিড সংক্রান্ত তথ্য পাওয়া যায়। তৃণমূল সাংসদের অভিযোগ, হু-এর ওয়েবসাইটে থাকা ম্যাপে, জম্মু-কাশ্মীর ও লাদাখের অংশে ক্লিক করলেই বেরিয়ে আসছে পাকিস্তানের কোভিড-তথ্য। রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেস শান্তনু সেন বলেন, “WHO’র সাইটে এভাবে ভারতকে ডিফেম করা হচ্ছে। দেখিয়ে দেওয়া হচ্ছে, কাশ্মীর ইন্ডিয়ার অংশ নয়। কাশ্মীরের ৯০ শতাংশ দেখানো হচ্ছে পাকিস্তানের সঙ্গে, ১০ শতাংশ দেখানো হচ্ছে, চিনের সঙ্গে। অরুণাচলকে আলাদা করে দেখানো হচ্ছে। এটা ভারত সরকারের কোনও দফতরের নজরে আসেনি।‘’ একই অভিযোগে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়ে ফেসবুকে এই পোস্ট করেছেন উত্তরপ্রদেশের রায়বরেলি AIIMS’র বাঙালি চিকিৎসক অরিজিৎ জোতদারও।


পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “কোভিড পরিস্থিতিতে যেভাবে ভারত তার মোকাবিলা করেছে, এবং সমস্ত ক্ষেত্রে ভারতের উথ্বান, অন্তর্জাতিক ক্ষেত্রে অনেকেই মেনে নিতে পারছে না। হুয়ের সঙ্গে চিনের সম্পর্ক সর্বজন বিদিত, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে অবিলম্বে ভারত সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।‘’ সামগ্রিক বিষয়টিতে হস্তক্ষেপ দাবি করে, প্রধানমন্ত্রীকে রবিবার চিঠি দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।


আরও পড়ুন: Bengal BJP: ‘৩০ বছর পার্টি করার পর বরখাস্ত, যাবে কোথায়?’ রীতেশদের ক্ষোভ নিয়ে দিল্লির দরবারে শান্তনু ঠাকুর