মুম্বই: এলাকার এক চা-বিক্রেতা করোনা পজিটিভ। সংক্রমণের আশঙ্কায় মুম্বইয়ের বান্দ্রায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রীর নিরাপত্তার দায়িত্বে মোতায়েন সব পুলিশকর্মীকে কোয়ারান্টিনে পাঠানো হল। জানা গিয়েছে,ওই পুলিশকর্মীদের করোনা-পরীক্ষা হবে।
খবরে প্রকাশ, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাংলোতে মোতেয়েন পুলিশকর্মীদের সরিয়ে নতুনদের মোতায়েন করা হয়েছে। চা-বিক্রেতার করোনা-পজিটিভ হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতে, গোটা এলাকায় গত ২ দিন ধরে জীবাণুনাশক ছড়িয়েছে পুরসভা।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিবল দেশমুখ বলেন, যে পুলিশকর্মীরা মাতোশ্রীতে মোতায়েন ছিলেন, হয়ত তাঁরা ওই দোকান থেকে চা খেয়েছেন। তাই সতর্কতা হিসেবে তাঁদের সরিয়ে দেওয়া হল এবং পরীক্ষার জন্য পাঠানো হল। চা-বিক্রেতার করোনা আক্রান্ত হওয়ার পরই বান্দ্রা পূর্বের কলানগর অঞ্চলটি সিল করে দিয়েছে বৃহন্মুম্বই পৌরসভা। আক্রান্ত বর্তমানে যোগেশ্বরী এইচবিটি হাসপাতালে ভর্তি। সরকারি অতিথি নিবাসের সামনে পোস্টারও দেওয়া হয়েছে জনসাধারণকে অবগত করার জন্য।
সূত্রের খবর, চা-বিক্রেতা যে বাড়িতে থাকেন, সেখানে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গোটা বিল্ডিংটি কোয়ারান্টিন করা হয়েছে। এর আগে, সোমবার শহরের একটি বেসরকারি হাসপাতালের তিন চিকিৎসক ও ২৬ নার্স কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর ওই হাসপাতালকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে বিএমসি।
মঙ্গলবার, মহারাষ্ট্রে নতুন করে ১৫০ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। সবমিলিয়ে রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা ১০১৮। যা রাজ্যভিত্তিক সংখ্যার বিচারে দেশে সর্বাধিক। গত ২৪-ঘণ্টায় মুম্বইতেই আক্রান্ত হয়েছেন ১১৬ জন।
এলাকার চা-বিক্রেতা কোভিড-১৯ পজিটিভ, কোয়ারান্টিনে উদ্ধব ঠাকরের বাসভবনের নিরাপত্তায় থাকা পুলিশকর্মীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Apr 2020 12:51 PM (IST)
উদ্ধবের বাড়িতে মোতায়েন পুলিশকর্মীরা কেন কোয়ারান্টিনে?
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -