নয়াদিল্লি: বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ২টি এক্সপ্রেস এবং একটি মালগাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। বেঙ্গালুরু-হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস এবং একটি মালগাড়ি একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে। ভয়াবহ দুর্ঘটনায় আহত ও জখমদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
যাঁরা দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, গুরুতর জখমদের জন্য ২ লক্ষ টাকা এবং সামান্য জখমদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রেলমন্ত্রী।
রাজনৈতিক প্রতিক্রিয়া:
শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি ট্যুইটে বলেছেন, 'ওড়িশার ট্রেন দুর্ঘটনায় শোকাহত। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনাগ্রস্ত পরিবারকে সবরকম সহযোগিতা করা হচ্ছে।'
দুর্ঘটনার খবর পেয়ে এদিন ট্যুইটারে অমিত শাহ লেখেন, 'ওড়িশার (Odisha) বালেশ্বরে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে তা সত্যিই যন্ত্রণাদায়ক। এনডিআরএফ টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যান্য দলও উদ্ধারকার্যে হাত লাগানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে ইতিমধ্যেই। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।'
বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মালগাড়ি-করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) মুখোমুখি সংঘর্ষ। ট্যুইট করে উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, আমি শোকাহত। ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক, প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার।'
ট্যুইটে উদ্বেগ প্রকাশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। তিনি ট্যুইট করেছেন, 'জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে রেল। রেলের সঙ্গে সবরকম চেষ্টা চালাচ্ছে ওড়িশা সরকার।'
আরও পড়ুন: ঘটনাস্থলে যাচ্ছে রাজ্যের টিম, ট্রেন দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ট্যুইট মুখ্যমন্ত্রীর