কলকাতা: উইন্ডোজ প্রযোজনা সংস্থার (Windows) উদ্যোগে আয়োজন করা হল তাঁদের নতুন ছবি 'ফাটাফাাটি'-র একটি বিশেষ স্ক্রিনিংয়ের। কলকাতা পুলিশ এবং 'দ্য বেঙ্গল'-এর উদ্যোগে তৈরি সংস্থা প্রণাম-এর মানুষদের জন্য আগামীকাল এই বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। পুলিশের বিভিন্ন পদে নিযুক্ত কর্তারা যেমন এখানে হাজির থাকবেন, তেমনই থাকবেন অনেক বৃদ্ধ-বৃদ্ধারাও। আলিপুর বডিগার্ড লাইনসে আয়োজিত হবে এই বিশেষ স্ক্রিনিং।


অনেক বয়স্ক মানুষই একা সময় কাটান। অসুস্থ বা অবসাদে ভুগতে থাকা বয়স্কদের পাশে দাঁড়াতেই কলকাতা পুলিশ হাত মিলিয়েছিল এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। আগামীকাল উইন্ডোজের নতুন এই ছবি দেখতে হাজির থাকবেন 'প্রণাম'-এর বেশ কিছু সদস্যরা। অরিত্র মুখোপাধ্যায় (Aritra Mukherjee) পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত এই ছবি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রশংসা পেয়েছে। 


ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-কে এই ছবির মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল। ১২ মে কলকাতায় মুক্তি পেয়েছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত ছবি 'ফাটাফাটি'। প্লাস সাইজ (Plus Size) মডেল, ফ্যাশন ইনফ্লুয়েন্সার (Fashion Influencer) ফুল্লরার লড়াইয়ের গল্প বেশ ভালবাসছেন কলকাতার দর্শক।দ্বিতীয় মাসেও এই ছবির দৌড় জারি রয়েছে। এখনও মানুষ দেখতে আসছেন ভালবাসার এই ছবি। ২৬ মে, শুক্রবার প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছে। মুম্বই,  দিল্লি,  বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, পুণে ও গুয়াহাটিতে মুক্তি পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই বিদেশে এই ছবির স্ক্রিনিং সম্পন্ন হয়েছে।


নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত, 'উইন্ডোজ' প্রযোজিত ও অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ফাটাফাটি'। 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও..'-এর পর পরিচালকের এটি তৃতীয় ছবি। মুখ্য চরিত্রে ঋতাভরী চক্রবর্তী। যাঁরা সিনেমাটি দেখে ফেলেছেন তাঁরা ইতিমধ্যেই জানেন ছবির গল্প আবর্তিত হয়েছে ফুল্লরা ভাদুড়ি নামের এক মহিলাকে ঘিরে। মফঃস্বলের এক মহিলা দর্জি সে, যাঁর ডিজাইনের আইডিয়া অত্যন্ত প্রখর। কিন্তু তাঁকে সকলের হাসির পাত্রী হতে হয় তাঁর ভারি চেহারার জন্য। হাজার ধরনের বাধা বিপত্তি পেরিয়ে, শুধুমাত্র নিজের প্রতিভার ওপর ভর করে কি তিনি 'ফ্যাশন ইনফ্লুয়েন্সার' হয়ে উঠতে পারবেন? কী বার্তা দেবেন তিনি জনসাধারণকে? সেই গল্পই লুকিয়ে ছবিতে।


আরও পড়ুন: Use of Rose petals: ত্বক ভাল রাখতে গোলাপের গুরুত্ব অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?


আরও পড়ুন: Hair care: চুলের যত্নে তেলের গুরুত্ব অপরিসীম, কীভাবে বাড়িতে বানাবেন এই তেল?